সূচিপত্র
* তোমাদের জন্য ভালোবাসা
* তারা তিনজন
* অন্য ভূবন
* ইরিনা
* অনন্ত নকত্রবীথি
* কুইক
* ফিহা সমীকরন
* শূন্য
* নি
* তাহারা
* পরেশেয় হইলদা বড়ি
* আয়না
* নিউনের ভুল সুত্র
* যন্ত্র
* নিমধ্যমা
* ওমেগা পয়েন্ট
* ইমা
* দ্বিতীয় মানা
* অইঁক
* জাদুকর
* কুদ্দুসের একদিন
* সম্পর্ক
ভূমিকা
বৈজ্ঞানিক কল্পকাহিনীর পাঠকদের নিয়ে অবহেলার দৃষ্টিতে তাকানোর নিয়ম আছে। পাঠক সমাজে এরা সর্বনিম্নে অবস্থান করে। ধরা হয়ে থাকে সাহিত্যের মহানবোধ … ইত্যাদি ইত্যাদি থেকে এরা বঞ্চিত। কোনো পাঠক একবার বৈজ্ঞানিক কল্পকাহিনী পড়া শুরু করলে ভাঙ্গা গ্রামোফোন রেকর্ডের মতো সেখানেই আটকে থাকে। পাঠক আর বেড়ে ওঠেন না।
আমার জন্যে এটা বিরাট দুঃসংবাদ কারণ আমি বৈজ্ঞানিক কল্পকাহিনীর অতি ভক্ত পাঠক। যখন পড়ার মতো কল্পকাহিনী পাই না তখন নিজেই লিখি যেন পড়েতে পারি।
অন্বেষা আমার বৈজ্ঞানিক কল্পকাহিনীর সব লেখা একত্র করেছে। সিরিয়াস পাঠকদের বলছি এই বইয়ের ধারে কাছে যাবেন না। একবার পড়তে শুরু করলে সিরিয়াস পাঠকের মৃত্যু ঘটবে।
আর যারা আমার মতো পাঠক তাদের বলছি- ‘কেঁও মি ছিয়া’ (ভীন গ্রহের প্রাণীর ভাষা। এর অর্থ পাঠের নিমন্ত্রণ।)
হুমায়ূন আহমেদ
নুহাশ পল্লী