‘আপনারে আমি খুঁজিয়া বেড়াই’ ফ্ল্যাপে লেখা কথা
এক সময় আমি খুব ঘর-কুনো ধরনের ছিলাম। কোথাও যেতে ভাল লাগতো না। নিজের অতি পরিচিত জায়গা ছেড়ে দু’দিনের জন্যে বাইরে যাবার প্রয়োজন হলেও গায়ে জ্বর আসতো। সেই আমাকে সাত বছরের জন্যে দেশ ছেড়ে আমেরিকা যেতে হলো সাত বছর পার করে ফিরে আসার পর পরিচিত সবাই আমার কাছ থেকে শুধু আমেরিকার গল্প শুনতে চায়্ আমি গল্প শোনাই। যাই বলি তাই দেখি সবার ভাল লাগে। শেষ পর্যন্ত ঠিক করলাম গল্পগুলি লিখে ফেলব। লেখা হলো, ‘হোটেল গ্রেভার ইন।’ দীর্ঘদিন দেশে কাটানোর পর আবার তিন মাসের জন্যে আমেরিকা গেলাম। দেখি আগের আমেরিকা বদলে গেছে। কিংবা কে জানে হয়তো আমিই বদলে গেছি। নতুন চোখে দেখা আমেরিকা নিয়ে লিখলাম, ‘মে ফ্লাওয়ার।’ তারপর মনে হলো আমার নিজের জীবনটাওতো বেশ মজার। লিখে ফেললে কেমন হয়? ভাবতে ভাবতে লিখে ফেললাম, ‘অনন্ত অম্বরে’, ‘আমার আপন আঁধার’, ‘এই আমি।’ একইভাবে লেখা হলো ‘আমার ছেলেবেলা।’ প্রায়ই আমাকে প্রশ্ন করা হয়, ব্যক্তিগত রচনা হিসেবে আমি যা লিখছি সবই কি সত্যি? প্রতিবারই এই প্রশ্নের জবাবে হ্যাঁ বলেছি, আবারো বললাম। স্কেচ ধর্মী এইসব লেখা আমার পাঠকরা আনন্দের সঙ্গে গ্রহণ করেছেন, এই আমার জীবনের পরম পাওয়া।
সূচিপত্র
* শোনা কথা
* একজন অদ্ভুত বাবা
* আমার মা
* জোছনার ফুল<br * মাথামোটা শংকর এবং গ্রীন বয়েজ ফুটবল ক্লাব
* নানার বাড়ি দাদার বাড়ি
* পারুল আপা
* স্বপ্নলোকের চাবি
* সাহিত্য বাসর
* পদ্মপাতায় জল
* আমার বন্ধু উনু
* জগদলের দিন
* শেষ পর্বে শঙ্খনদী
* মে ফ্লাওয়ার
* আমার আপন আধাঁর
* হোটেল গ্রেভার ইন
* বাংলাদেশ নাইট
* প্রথম তুষারপাত
* জননী
* এই পরবাসে
* ম্যারাথন কিস
* লাস ভেগাস
* শীলার জন্ম
* পাখি
* ক্যাম্পে
* নামে কিবা আসে যায়
* সমুদ্র দর্শন
* কবি সাহেব
* লেখালেখি খেলা
* শ্বেতপদ্ম
* শিল্পী সুলতান
* লাউ মন্ত্র
* মাসাউকি খাতাঁওরা
* ইংলিশ ম্যান
* হিজ মাস্টারস ভয়েজ
* নুহাশ এবং সে
* বটবৃক্ষ
* ভাইভা
* হোটেল আহমেদিয়া
* এই আমি
* চোখ
* উৎসব
* উমেশ
* পেট্রিফায়েড ফরেস্ট
* সে
* নারিকেল মামা
* পরীক্ষা
* আমার বন্ধু সফিক
* মিসির আলি ও অন্যান্য
* বর্যাযাপন
* ফ্রাংকেনস্টাইন
* চান্নিপসর রাইত
* লালচুল