ভূমিকা
এ বই প্রথমবার প্রকাশিত হয়েছিলো ঠিক এক যুগ আগে। এর মধ্যে বাংলাদেশে রবীন্দ্রচর্চা অনেকটা এগিয়েছে; এমনকি, তার প্রকৃতিও বদলেছে যথেষ্ট পরিমাণে। স্বাধীনতা-উত্তর বাংলাদেশে ‘রবীন্দ্রনাথ আমাদেরই লোক,’ এটা প্রমাণ করার জন্যে এখন আর তেমন লড়াই করতে হচ্ছে না। বরং যাঁরা রবীন্দ্রচর্চা করছেন, তাঁরা রবীন্দ্রনাথ এবং তাঁর সাহিত্যকেই আরো ভালো করে বুঝতে এবং বোঝাতে চেষ্টা করছেন। সে জন্যেই পুনর্মুদ্রণের আগে বই-এর দ্বিতীয় ভাগটি আমার নতুন করে লেখা উচিত ছিলো। কিন্তু বাংলা একাডেমী থেকে অনেকটা দূরে বাস করি বলে কর্তৃপক্ষের পুনর্মুদ্রণের সিদ্ধান্ত এবং আমার সময়ের মধ্যে সমন্বয় করা সম্ভব হয়নি। সে কারণে এটি দ্বিতীয় সংস্করণ নয়- দ্বিতীয় মুদ্রণ। তবে এবারে ছাপা ভুল যাতে না-থাকে তার জন্যে স্নেহজাতক ডক্টর স্বরোচিষ সরকার যথাসাধ্য চেষ্টা করেছেন। যদি নির্ভৃল হয়ে থাকে, সে কৃতিত্ব সবটাই তাঁর। জানিনে, যথেষ্ট পরিমাণে নির্ভুল হয়েছে কিনা। না হয়ে থাকলেও তাঁকে আমার ধন্যবাদ।
বইটি পুনর্মুদ্রণ করার সিদ্ধান্ত নেওয়ায় মহাপরিচালক অধ্যাপক হারুন-উর-রশিদের কাছে আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ।
গোলাম মুরশিদ
লন্ডন
২১ ফেব্রুয়ারি ১৯৯৩
সূচিপত্র
* প্রথম অধ্যায় : রবীন্দ্রমানসের আদি-পর্ব (১৮৯০ সাল পর্যন্ত)
* দ্বিতীয় অধ্যায় মুক্তির প্রথম আস্বাদন : পূর্ববঙ্গের সঙ্গে পরিচয় ও ঘনিষ্ঠতা
* তৃতীয় অধ্যায় : রবীন্দ্রমানসের বিবর্তন : বিশ্বসাথে যোগে যেথায় বিহার
* চতুর্থ অধ্যায় : রবীন্দ্রসাহিত্যে পূর্ববঙ্গ
* পঞ্চম অধ্যায় : বিভাগোত্তর পূর্ববঙ্গে রবীন্দ্রচর্চা : পটভূমি
* ষষ্ঠ অধ্যায় : বিভাগোত্তর পূর্ববঙ্গে রবীন্দ্রচর্চা : ইতিহাস
* উপসংহার
* রবীন্দ্রনাথের পূর্ববঙ্গ ভ্রমণ এবং পূর্ববঙ্গে রচিত রচনার তালিকা
* নির্বাচিত গ্রন্থ তালিকা
* নির্ঘন্ট