দত্তা

৳ 200.00

লেখক
প্রকাশক
আইএসবিএন
(ISBN)
9789840420506
ভাষা বাংলা
পৃষ্ঠার সংখ্যা ১১২
সংস্কার 3rd Printed, 2017
দেশ বাংলাদেশ

ভূমিকা
দত্তা শরৎচন্দ্র চট্রোপাধ্যায়ের মধুর তম প্রেমের উপন্যাস, বিশ্বের মধুরতম প্রেমের উপন্যাস গুলোর একটি -পৃথিবীর সব প্রেমের উপন্যাস না পড়ে বলা যায় সুন্দরকে উপলব্ধি করার জন্যে মহাজগতে সব সৌন্দর্য চোখে দেখে আসার দরকার করেনা। মনে পড়েছে, সাইত্রিশ বছর আগে, একটি পনেরো বছরের বালক প্রবেশিকা পরীক্ষা দিয়ে ফিরে হঠাৎ হাতে পেয়েছিলো দত্তা, এবং সে পড়ে গিয়েছিলো মধুর প্লাবনের মধ্যে, প্রায় পনেরো দিন সে যাপন করেছিল ওই প্লাবনে, বারবার পড়েছিলো উপন্যাসটি , বারো বারের মতো। এর আগে সে এতো আলোড়ন আগে কখনো বোধ করেনি। তখন সে অনবিজ্ঞ নিষ্পাপ ছিলো, বিশ্বের কোনো মহৎ সাহিত্যের সাথে তার পরিচয় ঘটেনি। পরিচয় ঘটেনি বিশ্বের সাথেই, তারপর সে বিশ্বকে জেনেছে, ভরে উঠেছে অভিজ্ঞতা ও পঙ্কে, গেছে দুরূহ জটিল শিল্পকলার ভেতর দিয়ে ,বিশ্ব সাহিত্য তার অজানা থাকেনি, এবং নিজেও সৃষ্টি করেছেন এমন কিছু, যাকে বলা যায় সাহিত্য। প্রায় চার দশক পর আবার দত্তা পড়তে গিয়ে সে ভয় পাচ্ছিল , হয়তো তার স্বপ্ন ভেঙ্গে যাবে টুকরো টুকরো হয়ে ,কিন্তু সে সুখী বোধ করে চার দশক আগে যে মধুস্রোতে পড়েছিল সে , আবার সেই মধুই পান করে অবিরল । শরৎনিন্দা একটি দুটি দশক এসেছিল বিশশতকের মধ্যভাগে ,বহু ক্ষুদ্রকে বড় করে তোলা হয়েছিল , তার অশেষ জনপ্রিয়তাকে দোষ গন্য করে মেতে উঠেছিলেন মাঝারি মাপের সমালোচকরা। শরৎচন্দ্র পাঁচ পয়সার জনপ্রিয় লেখক ছিলেন না। ছিলেন গুরুত্বপূর্ন ঔপন্যাসিক, এবং জনপ্রিয়। তিনি যেমন খুলে দিয়েছিলেন বাঙালির আবেগ ও ভাবাবেগের দরোজাটি, তেমনি মেলে ধরেছিলেন বিপুল বাস্তব অভিজ্ঞতার বিশ্ব,যা আজকের লেখকদের নেই। তিনি শুধু খুশি করে চলেননি কাহিনীভোজীদের , তাদের বিচলিত পীড়িত করেছেন, তাদের বহু বহু ভিত্তি টলিয়ে দিয়েছেন। তিনি যেমন লিখেছেন করুনবিষাদময় অকতুলনীয় ভাবাবেগের দেবদাস,তেমনি লিখেছেন পীড়দায়ক প্রেমের গৃহদাহ এবং লিখেছেন কোমল মধুর হৃদয় ভরানো প্রেমের দত্তা।কর্কশ লেখক ছিলেন না শরৎচন্দ্র ,আর হৃদয়াবগ যখন তাঁর বিষয়। তখন তিনি কোমল হয়ে উঠতে পারতেন শিশিরের মতো। দত্তা্য় তিনি মধুরতা ছড়িয়েছেন প্রেমের ,তবে ঐ প্রেম অতো অম্লান মধুর হতো না যদি না তা মুখোমুখি হতো তীব্র প্রতিপক্ষের ;শরৎচন্দ্র , গল্পের রাজা , উপন্যাস জুড়ে মরুভূমির মতো বিস্তৃত করে দিয়েছেন প্রতিপক্ষকে, প্রতিপক্ষের সুপরিকল্পিত চক্রান্তকে এবং তার ওপর ফুটিয়েছেন রক্তগোলাপ। বিয়ের মধ্য দিয়ে সাধারণত শেষ হয় বাজে উপন্যাস, কিন্তু দত্তা এর ব্যতিক্রম; পাঠক জানতো না তরুনীও জানতো না যে বিয়ে হতে যাচ্ছে তাঁর প্রিয়রই সাথে , আকস্মিক অভাবিতভাবেই ঘটে ঘটনাটি, এবং আমরা সুথী হয়ে উঠি ,ভরে উঠি শুভময়তায়। জীবনে যেখানে সুখ ও শুভ অত্যন্ত অচেনা হয়ে গেছে , সেখানে এমন একটি ঘটনা ঘটতে ধেখে আর প্রশ্ন করি না -এটা শিল্পকলা হলো কি না, শুধু মন বলতে থাকে সুখী হয়েছি- আমি আনন্দিত ।
দত্তার কাহিনী, শরৎচন্দ্র বলেছেন,‘দু’মাস-ছ’মাসের কথা নয়, পঁচিশ বৎসরের কাহিনী বলিতেছি, জগদীশ বনমালী রাসবিহারী বাল্যকাল ধরলে কাহিনী পঞ্চাশেরও বেশি বছরের,কিন্তু মূল কাহিনী মাত্র আট মাসের -শরতের এক প্রভাতে যেদিন তরুনী ব্রাহ্ম জমিদার বিজয়া হুগলি স্টেশন থেকে খোলা ফিটনে চড়ে মাতাপিতামহের পল্লীর বাড়িতে আসে, সেদিন থেকে বোশেখের মাঝামাঝি পর্যন্ত-এর মাঝে তার জীবনের প্রেস আসে শরতের জ্যোৎস্নার মতো নীরবে নিঃশব্দে, এবং তাঁর জীবনটা আকস্মিক বদলে হয়ে ওঠে জীবন।

বাঙালির জীবনের আনন্দ-বেদনাকে সাবলীল স্বচ্ছন্দ ভাষায় যে কথাশিল্পী পরম সহানুভূতি ভরে তুলে ধরেছেন বাংলা সাহিত্যে, তিনি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। ১৮৭৫ সালের ১৫ সেপ্টেম্বর, হুগলি জেলার ছোট্ট গ্রাম দেবানন্দপুরে এক দরিদ্র ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন শরৎচন্দ্র। দারিদ্র্যের কারণে তাঁর শৈশবকাল বলতে গেলে মাতুলালয় ভাগলপুরেই কেটেছে। দারিদ্র্যের কারণে ফি দিতে না পেরে বেশ কয়েকবার স্কুল বদলিও করতে হয়েছিলো ছোটবেলা থেকেই দুরন্ত ও মেধাবী শরৎচন্দ্রের। এন্ট্রান্স পাস করে কলেজে ভর্তি হলেও এফএ পরীক্ষার ফি জোগাড় করতে না পেরে পরীক্ষায় বসতে পারেননি। দারিদ্র্য যখন শিক্ষাজীবনে অব্যহতি টানলো, তারপরই শুরু হলো আপাত সাধারণ এই মানুষটির বর্ণাঢ্য কর্ম ও সাহিত্যজীবন। এ সময় প্রতিবেশী বিভূতিভূষণ ভট্টের বাড়িতে আয়োজিত সাহিত্যসভায় লেখালেখির অনুপ্রেরণা ফিরে পেলেন যেন আবার। যার ফলশ্রুতিতে বাংলা সাহিত্য পেয়েছিলো বড়দিদি, দেবদাস, চন্দ্রনাথ, শুভদা’র মতো কালোত্তীর্ণ শরৎচন্দ্র চট্টোপাধ্যায় এর উপন্যাস সমগ্র। কাছাকাছি সময়ে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ছোটগল্প অনুপমার প্রেম, আলো ও ছায়া, হরিচরণ, বোঝা ইত্যাদি রচিত হয়। বনেলী রাজ স্টেটে সেটলমেন্ট অফিসারের সহকারী হিসেবে কিছুদিন কাজ করেন এসময়। কিন্তু তারপরই বাবার উপর অভিমান করে সন্ন্যাসদলে যোগ দিয়ে গান ও নাটকে অভিনয়ে মনোনিবেশ করেন। কখনও কলকাতা হাইকোর্টের অনুবাদক, আবার বার্মা রেলওয়ের হিসাব দপ্তরের কেরানি হিসেবেও কাজ করেন শরৎচন্দ্র। রাজনীতিতেও সক্রিয়ভাবে যুক্ত ছিলেন ১৯২১ সালে কংগ্রেসের অসহযোগ আন্দোলনে যোগ দিয়ে, এবং হাওড়া জেলা কংগ্রেসের সভাপতি নির্বাচিত হয়ে। এর মাঝে নিরন্তর চলেছে নিজস্ব জীবনবোধ ও অভিজ্ঞতা উৎসারিত সাহিত্যচর্চা। সমষ্টি আকারে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় গল্প সমগ্র বিন্দুর ছেলে ও অন্যান্য, শ্রীকান্ত-৪ খন্ড, কাশীনাথ, ছেলেবেলার গল্প ইত্যাদি সময় নিয়ে প্রকাশিত হলেও পেয়েছিলো দারুণ পাঠকপ্রিয়তা। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় এর বই সমূহ বিভিন্ন ভাষায় অনূদিত হয়েছে, এবং বিশ্বব্যাপী পাঠকের কাছে হয়েছে সমাদৃত। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় এর বই সমগ্র দেবদাস, শ্রীকান্ত, রামের সুমতি, দেনা-পাওনা, বিরাজবৌ ইত্যাদি থেকে বাংলাসহ ভারতীয় নানা ভাষায় নির্মিত হয়েছে অসাধারণ সফল সব চিত্রনাট্য ও চলচ্চিত্র। সাহিত্যকর্মে অসাধারণ অবদানের জন্য এই খ্যাতিমান বাংলা সাহিত্যিক কুন্তলীন পুরস্কার, জগত্তারিণী স্বর্ণপদক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডিলিট উপাধি লাভ করেন। ১৯৩৮ সালের ১৬ জানুয়ারি কলকাতায় শরৎচন্দ্র চট্টোপাধ্যায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।


বই সম্পর্কে কোন জিজ্ঞাসা বা মতামত থাকলে আমাদেরকে জানান
শেয়ার করুন

লেখকের অন্য বইসমূহ