চার্লস ডারউইন মানবের জীবনদৃষ্টিভঙ্গি পাল্টে দিয়েছিলেন প্রজাতির উদ্ভব ও বিবর্তন বিষয়ক তার মৌলিক অনুসন্ধিৎসা ও তত্ত্বরাজি দিয়ে। ২২ বছরের যুবক ডারউইন বিগল জাহাজে করে পাড়ি দিয়েছিলেন ভূ-প্রদক্ষিণ অভিযানে। কীট-পতঙ্গ, জীবাশ্ম এবং প্রকৃতি ও জীবজগতের নিবিড় পর্যবেক্ষণের মধ্য দিয়ে তরুণ প্রকতিবিদ তার বৈজ্ঞানিক ধ্যান-ধারণাগুলাে ক্রমে বিকশিত করে তােলেন। এইসব পর্যবেক্ষণ ও বিশ্লেষণজাত উপলব্ধি তিনি লিপিবদ্ধ করতে থাকেন তার ডায়েরিতে। ডারউইনের ডায়েরি ও ভ্রমণানুসন্ধানের ওপর ভিত্তি করে তার বৈজ্ঞানিক ধ্যান-র্থারণা পল্লবিত হওয়ার কাহিনী মেলে ধরেছেন মিসর্গপ্রেমী প্রকৃতিবিদ প্রাবন্ধিক দ্বিজেন শর্মা। ডারউইন বিষয়ক তার তৃতীয় এই গ্রন্থে ভ্রমণকাহিনীর আমেজ ও বৈজ্ঞানিক বিশ্লেষণের চমত্তার মিশেল ঘটেছে। সুললিত বাংলায় বিজ্ঞানচিন্তাকে প্রকাশে দ্বিজেন শর্মার জুড়ি নেই। জগৎখ্যাত এক বৈজ্ঞানিক অভিযানকে সেই অনুপম দক্ষতায় তিনি বিবৃত করেছেন এখানে। অসংখ্য চিত্রশােভা সজীব করে তুলেছে তার বর্ণনা, পাঠক যেন সত্যিই অংশী হয়ে ওঠেন ডারউইনের ভ্রমণপথের।