চার্লস ডারউইনের বিবর্তনবাদী চিন্তাধারা পাল্টে দিয়েছে জগৎকে। এই যুগান্তকারী বৈজ্ঞানিক ধারণা মানুষের ভাবজগতে তৈরি করেছে প্রলয়। নানা সামাজিক কারণে ডারউইনের তত্ত্ব নিয়ে অস্বস্তিরও অন্ত নেই। কিন্তু অন্ধ হলে তাে প্রলয় বন্ধ থাকে না। এই শ্রেষ্ঠ বিজ্ঞানীর জীবন ও সমকালীন বিজ্ঞানজগতের ধ্যান-ধারণার পরিপ্রেক্ষিতে প্রজাতির উৎপত্তি সংক্রান্ত বৈজ্ঞানিক ভাবনার ব্যাখ্যা-বিশ্লেষণ করেছেন দ্বিজেন শর্মা। সহজ ও প্রাঞ্জলভাবে তিনি বিবর্তন-ভাবনার ইতিহাস ও বিভিন্ন তত্ত্বের অবতারণা করেছেন। সেই সঙ্গে হাজির করেছেন প্রজাতির প্রকারভেদ বিষয়ক তথ্য এবং বিবর্তনের বাস্তব বিভিন্ন উদাহরণ। সুললিত ভাষায় প্রজাতির বিবর্তনের নানা দিক তুলে ধরা হয়েছে এখানে। বিজ্ঞানবিষয়ক রচনা ও পরিবেশ-ভাবনায় নিবেদিত দ্বিজেন শর্মা সাহিত্যচেতনা ও বিজ্ঞানদৃষ্টির মিশেলে এক অনুপম গ্রন্থ আমাদের উপহার দিলেন। আকারে ছােট হলেও তাৎপর্যে তা বিশাল।