এ বইয়ে দুটো ভাগ। প্রথম ভাগে বিন্যস্ত হয়ছে মুসলমান-প্রসঙ্গে এবং মুসলমান সম্পাদিত সাময়িকপত্রে প্রকাশিত রবীন্দ্রনাথের রচনা। কবির উদ্দেশে ও তাঁকে লেখা মুসলমানদের চিঠিপত্র, নিবেদিত কবিতা, স্মৃতিকথা, মানপত্র, বক্তৃতা ও শুভেচ্ছাবার্তা এবং রবীন্দ্রনাথ সম্পর্কে সাময়িকপত্রের প্রতিক্রিয়া আছে দ্বিতীয় ভাগে। রবীন্দ্রনাথের সঙ্গে মুসলমান সমাজের যোগাযোগ ও সম্পর্কের খতিয়ান এ বই।