খ্যাতিমান সাহিত্যিক বুদ্ধদেব বসু জšে§ছিলেন পূর্ববাংলায়। তাঁর শৈশব, কৈশোর ও যৌবনের অনেকটা সময়ই কেটেছে ঢাকায়। বুদ্ধদেব বসুর লেখক-জীবনের সেই প্রস্তুতিপর্বের নানা অজানা কথা এ বইয়ের মূল প্রতিপাদ্য। এর সঙ্গে যুক্ত হয়েছে নানা প্রাসঙ্গিক বিষয়। বুদ্ধদেব বসুর জীবনের সেই মূল্যবান সময়টাকে জানা ও বোঝার জন্য দোসরহীন এ বই।