“সবুজ মাঠ পেরিয়ে” বইটি সম্পর্কে ভেতরের কিছু অংশ:
‘সবুজ মাঠ পেরিয়ে প্রবন্ধকার শেখ হাসিনার কারাগারে বসে লেখা প্রবন্ধের গ্রন্থ। ২০০৭ সালে বন্দি হয়ে নিঃসঙ্গ কারাগারে ৩৩১ দিন তার কেটেছিল দুঃসহ যন্ত্রণায়। মিথ্যা ষড়যন্ত্রমূলক মামলা দায়ের করে তত্ত্বাবধায়ক সরকার তাঁকে রাজনীতি থেকে সরিয়ে দেবার ষড়যন্ত্র করেছিল। এই সময়ে একমাত্র বই পড়া ও লেখা ছিল তাঁর একমাত্র সঙ্গী। বঙ্গবন্ধুও তাঁর নিঃসঙ্গ কারাজীবনে বই পড়তেন। তিনি কারাগারে বসে স্মৃতিকথা। লিখেছেন, নিয়মিত ডায়েরিও লিখতেন। কারাজীবনের অভিজ্ঞতা এক দুর্লভ স্মৃতি। বিশ্বের জনদরদি গণতন্ত্রকামী নেতাদের অনেকের ভাগ্যে এই কারাবরণ ঘটেছিল। তাদের লেখাগুলােও। সাহিত্যে একটা বিশেষ স্থান দখল করে আছে। ‘সবুজ মাঠ পেরিয়ে শেখ হাসিনার কারাজীবনের একটি দুর্লভ প্রবন্ধ যা ইতিমধ্যে পত্রিকায় প্রকাশিত হওয়ায় বিপুলভাবে পাঠক-সমাদর লাভ করেছে। আরও তিনটি লেখা তিনি কারাগারে বসে। লিখেছেন। এসব লেখায় দেশের রাজনৈতিক ধারা ও তাঁর চিন্তাভাবনার সঙ্গে পাঠকের পরিচয় ঘটবে। শেখ হাসিনার প্রধান গুণটি হল তিনি খুব স্পষ্ট করে সত্য কথাটি সুন্দর করে বর্ণনা করে থাকেন। তাঁর সরলতার সৌন্দর্য সবার লেখায় খুব বেশি পাওয়া যায় না। বঙ্গবন্ধু-কন্যা শেখ হাসিনা শৈশব থেকেই পিতার। রাজনৈতিক জীবনের একজন আদর্শ সঙ্গী। পিতার রাজনৈতিক ভিশন, সাহসিকতা এবং জনগণের প্রতি ভালােবাসা তার মধ্যেও আমরা খুঁজে পাই । প্রধানমন্ত্রী হিসেবে তিনি দুবার দেশ পরিচালনায় যথেষ্ট দায়িত্বশীলতার পরিচয় দিয়ে আজ বিশ্বনেতার মর্যাদায় নিজেকে প্রতিষ্ঠিত করতে সমর্থ হয়েছেন। শেখ হাসিনা দীর্ঘ রাজনৈতিক জীবনের অভিজ্ঞতাকে তিনি লেখনীর মাধ্যমে এক চমৎকার মাত্রায় পাঠকের কাছে তুলে ধরেন।