“বঙ্গভঙ্গ ও তৎকাল” বইয়ের ভেতর থেকে:
১৯০৫ সালে যে বঙ্গভঙ্গ হয়েছিল, তার প্রতিক্রিয়া বঙ্গদেশ ও উপমহাদেশের রাজনীতিতে প্রভাব ফেলেছিল, এবং সেই প্রভাবের মেয়াদ ছিল দীর্ঘস্থায়ী। বঙ্গভঙ্গ এদেশে এক ব্যাপক ও প্রবল রাজনৈতিক আন্দোলনের সৃষ্টি করে। সমাজ, রাজনীতি, সংস্কৃতি- এক কথায় বঙ্গীয় জীবনের সব কিছুই এই রাজনৈতিক ঘটনায় আন্দোলিত হয়। সমাজ জীবনে দেখা দেয় অনেক নতুন নতুন প্রশ্ন; বঙ্গদেশের দুই প্রধান ধর্মসম্প্রদায় হিন্দু ও মুসলমানের সম্পর্ক নতুন করে পরীক্ষার সম্মুখীন হয়। রাজনীতিতে স্বদেশী চেতনার বিকাশ ঘটে; এর ফলে শিক্ষা, রাজনৈতিক ও সামাজিক অধিকার, নারী-অধিকার- এই সব প্রশ্নের নানামুখি চিন্তায় তৎকালীন সমাজ ও জীবন চঞ্চল হয়ে ওঠে। সেই সময়ের সেই নানামুখি চিন্তাকে আজকের অনুসন্ধিৎসু পাঠকের কাছে তুলে ধরার চেষ্টা করা হয়েছে এই বইতে।