“একটি স্বাধীন রাষ্ট্রে” বইয়ের ফ্ল্যাপের লেখা:
ইন আ ফ্রি স্টেট উপন্যাসটি বাস্তুচ্যুত মানুষদের নিয়ে লেখা। ভারত থেকে ওয়াশিংটনে আসা এক পরিচারকের জীবনের ঘটনাবলীর উল্লেখ রয়েছে পুস্তকের প্রথম পর্বে। দ্বিতীয় পর্বের পটভূমি লন্ডন শহরে। হত্যার অপরাধে পশ্চিম ভারতীয় এক এশিয়ান কারারুদ্ধ হয় লন্ডন শহরে। এরপর আলাের বৃত্তে চলে আসে আফ্রিকার একটি দেশ সেটি হতে পারে উগান্ডা, হতে পারে রােয়ান্ডা। তৃতীয় পর্বের প্রধান দুটি চরিত্রই ইংরেজ। কিছুকাল আগের থেকে তারা আফ্রিকার স্বাধীনতা লাভের ঘটনাসমূহের সাক্ষী কিন্তু বর্তমানে যেভাবে ঘটনা মােড় নিচ্ছে তাতে তারা বেশ উদ্বিগ্ন। আদিবাসীদের মধ্যে যে যুদ্ধ-বিগ্রহ শুরু হয়েছেতাতে তারা নিজেদের আর নিরাপদ না ভাবতে পেরে অন্যত্র পালিয়ে যাচ্ছে। হানাহানির বাতাবরণে তাদের জীবন বিপন্ন। উপন্যাসের মধ্যে যে পরিবেশ সৃষ্টি করা হয়েছে এক কথায় তা অত্যুজ্জ্বল এবং মানব চরিত্রগুলিকে এত বুদ্ধিদীপ্তভাবে উপস্থাপন করা হয়েছে যা সমকালীন। সাহিত্যে বিরল ডেনিস পটার-এর ভাষায়, জটিলতাকে সহজ ভাষায় এবং গভীর মানবিক কুশলী অন্তর্দৃষ্টি দিয়ে এমনভাবে তুলে ধরা হয়েছে যা পাঠককে মুগ্ধ করবে। এই উপন্যাসটি ভি, এস, নইপালের অন্যতম শ্রেষ্ঠ সাহিত্য কীর্তি এবং এটি ১৯৭১ সালে বুকার পুরস্কার লাভ করে।