‘পঞ্চম পর্বত’ বইয়ের ফ্ল্যাপের কথাঃ
বাইবেলে উল্লিখিত দিব্যপুরুষ এলাইজার কাহিনীকে একবারে একটি আধুনিক উপন্যাসের মোড়কে ঢেকে, নতুন ভঙ্গিমায় বলেছেন ব্রাজিলের সাহিত্যিক পাউলো কোয়েলহো। কাহিনীর সারবস্তু হল, নিজের দেশ ইজরায়েল ছেড়ে পালিয়ে যেতে হল এলাইজাকে। সেই দেশে এখন রাজার ফিনিশিয়ান স্ত্রী জোজোবেল-এর হুকুমাই শেষ কথা। জোজোবেলের আদেশ প্রচারিত হল-যারা দেবতা ব্যাল-এর উপাসনা করবে না তাদের শিরশ্ৰেচ্ছদ করা হবে। নিজের দেশ থেকে পালিয়ে উপন্যাসের নায়ক এলাইজা ভিনদেশে এক বিধবা ও তার পুত্রের কাছে আশ্ৰয় নিল। এই সময় থেকেই সূচনা হল তার আধ্যাত্মিক সমস্যা। কারণ ঐ নারীর প্রতি তার আন্তরিক ভালোবাসা। ঈশ্বর-বিশ্বাসী লোক যদি প্রতিকূলতা বা বিপদের সম্মুখীন হয় তাহলে কি তার বিশ্বাসে চিড় ধরে? এলাইজার এই মানবিক সংগ্রাম উপন্যাসের ঘটনা প্রবাহকে এগিয়ে নিয়ে চলে।
বর্ণময় অথচ শৃংখলাহীন মধ্যপ্রাচ্যের পটভূমিতে লেখা এলাইজার এই জীবন কাহিনী। এই অনুপ্রেরণামূলক কাহিনীর মধ্য দিয়ে পাউলো কোয়েলহো যে সত্যটিকে তুলে ধরেছেন তা হল, আস্থা ও ভালোবাসা দিয়ে সব প্রতিকূলতাকেই জয় করা যায়। শোক ও দুর্বলতা পরাভূত করে যুদ্ধবিধ্বস্ত শহরের পূর্ণগঠন করার আকর্ষক কাহিনী পাউলো কোয়েলহো তাঁর কলমের জাদু ছোঁয়ায় লিপিবদ্ধ করেছেন পঞ্চম পর্বত গ্রন্থে।