“তিতাস একটি নদীর নাম” বইটির ফ্ল্যাপ এর লেখাঃ
উপন্যাসের প্রথাগত নায়ক নায়িকা কিশাের ও তার মালাবদল-করা-স্ত্রী দ্বিতীয় খণ্ডের শেষ পরিচ্ছেদ। ‘জন্ম মৃত্যু বিবাহের মধ্যেই মৃত্যুবরণ করে। কিন্তু তারও পরে মালােজীবনের এক চিরায়ত ধ্রুপদী জীবন উপন্যাসের বাকি দুটি খণ্ডে তার শােক ও ক্রোধ নিয়ে বর্ণিত হতে থাকে। সেজন্য তিতাসে বিধৃত জীবন নদীর মতােই বহমান, ভাঙা ও গড়ার সঙ্গী, কিন্তু প্রতিকূলতার বিরুদ্ধে নিয়ত অগ্রগামী। তিতাস যখন শুকিয়ে যায় তখন তার বুকে দেখা দেয় শস্যের সােনালী দিগন্ত, অফুরন্ত সম্ভাবনা।