ফ্ল্যাপে লিখা কথা
শ্যাওড়া গাছে লাগিয়ে রাখা এক নম্বর সুপার গ্লুতে একবার যদি ভূতের নিতম্ব আটকে যায় ভূতের বাপেরও সাধ্য নেই গাছ ছেড়ে যায়।
বাংলাদেশের একজন অর্থমন্ত্রী সংবাদ সম্মেলনে বলেছেন, বাজেটের টাকা বারো ভূতে খায়। তার মানে এক ডজন ভূতের অস্তিত্বের কথা তিনি নিজে স্বীকার করেছেন।
ভূস্তিক কথাটা কখনো শুনেছেন? না শুনলে শুনে রাখুন এবং মনে রাখুন যারা ভূতের অস্তিত্বে বিশ্বাস করেন তাদেরই বলা হয় ভূস্তিক এবং পৃথিবীর ৮৭.৫০ ভাগ মানুষ তলে তলে ভূস্তিক। বীকারা এগনস্টিক।
ঘাড় মটকায় ভূত। ঘাড়ে পেচান নেক কলার, আর সবাইকে বলে বেড়ান সারভাইকাল স্পন্ডিলোসিস হয়েছে। মানুষ সব বোঝে, মানুষকে বোকা ভাবছেন কেন?
বেশ তো বলুন দেখি মিয়া, মিঞা এবং মিঞাঁ কোন পদবি বেশি সম্মানজনক?
জানতে হলে পড়তে হবে ‘ভূত ধরতে শ্যাওড়া গাছে সুপার গ্লু’।