জন্মের শুরু মানুষের কানড়বা দিয়ে হলেও মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত মানুষ হাসতে চায়। রসহীন জীবন নি®প্রাণ বৃক্ষের মতো। তাই জীবনে হাসি-আনন্দ সঞ্চারের উদ্দেশ্যে সম্পাদক বাংলা সাহিত্যের খ্যাতিমান লেখকদের নির্বাচিত গল্প দিয়ে সাজিয়েছেন তাঁর অল্পস্বল্প হাসির গল্প সংকলন।