“ঠাকুরমা’র ঝুলি” বইয়ের ভূমিকার অংশ থেকে নেয়া:
দক্ষিণারঞ্জন মিত্ৰমজুমদার (১৮৭৭-১৯৫৭) রূপকথার লেখক শিশুসাহিত্যিক। ঢাকা জেলার সাভারের নিকটবর্তী উলাইল গ্রামে ১২৮৪ বঙ্গাব্দের (১৮৭৭) ২ বৈশাখ তাঁর জন্ম। নয় বছর বয়সে মাতৃহারা হয়ে তিনি ময়মনসিংহে পিসিমা রাজলক্ষ্মী দেবী কর্তৃক প্রতিপালিত হন। স্কুলে অধ্যয়ান্তে ২১ বছর বয়সে তিনি পিতার সঙ্গে মুর্শিদাবাদ যান। সেখানে থাকা অবস্থায়ই সাহিত্য পরিষৎ পত্রিকা, প্রদীপ প্রভৃতি পত্রিকায় তাঁর লেখা প্রকাশিত হতে থাকে। পরে এফএ পর্যন্ত অধ্যয়ন করে ময়মনসিংহে ফিরে তিনি পিসিমার জমিদারি দেখাশুনার দায়িত্ব গ্রহণ করেন। ময়মনসিংহে অবস্থানকালে লােকসাহিত্যের প্রতি দক্ষিণারঞ্জনের অনুরাগ জন্মে। তিনি নানা ধরনের রূপকথা, ব্রতকথা, গীতিকথা, রসকথা ইত্যাদি সংগ্রহ ও সম্পাদনা করে গ্রন্থাকারে প্রকাশ করেন। এ কাজে দীনেশচন্দ্র সেন তাঁকে অনুপ্রেরণা দেন।