ফ্ল্যাপে লেখা কিছু কথা
বইটিতে ইতিপূর্বে প্রকাশিত কয়েকটি রচনাকে সংকলিত করা হয়েছে।এ বিষয়ে নারী-আন্দোলনের অন্যতম পুরোধা বেগম সুফিকা কামালের মন্তব্য প্রণিধানযোগ্য, “যুগে যুগে সেই নারীমনেরই বাস্তবচিত্র এই লেখার মধ্যে পাওয়া যাচ্ছে, যাঁরা মা এবং মায়ের দায়িত্ব নিয়ে সংকটসঙ্কুল পুরুষশাসিত সমাজব্যবস্থার মধ্যে সন্তানকে মানুষের মত মানুষ করতে চান। তাঁদের মন ও জীবন যে কত দুস্তর মরুভূমি পার হয়ে মরুদ্যাম সৃষ্টি করতে প্রয়াসী, সেই যুদ্ধের প্রতীকচিত্র এই ‘রুপে অরূপে ম্যাডোনা।’ কণ্ঠে গরল ধারণ করে নীলকণ্ঠ হয়ে শান্তির সন্ধানে যে-নারীচিত্র উন্মুখ হয়ে থাকে তার অনন্ত অণ্বেষার অন্ত কি কেউ কখনও নির্ণয় করতে পেরেছে? যুগে যুগে অমৃত হাতে নিয়ে নারী অপেক্ষা করে কোথায় সে সঞ্চিত করবে এই সুধা।” বইটিতে যেমন রয়েছে অজস্র সমস্যা ও বঞ্চনার কথা-তেমনি রয়েছে বঞ্চিত নারীদের ঘুরে দাঁড়াবার এক দৃঢ় সংস্কল্পের কথা। বইটি নারী পুরুষ নির্বিশেষে সবার জন্যই এক প্রয়োজনীয় পাঠ হিসেবে বিবেচিত হবে।
সূচিপত্র
*লেখকের কথা
*মেয়ের কথা
*পিতার কাছে চিঠি
*মায়ের কথা
*রূপে অরুপে ম্যাডোনা
*মেয়ের কথা
*এক মহিলার জয় পরাজয়
*আমারে করিও ক্ষমা
*আমি কার্তিকুন্নেছা বলছি