বীরের মাটি

৳ 200.00

লেখক
প্রকাশক
ভাষা বাংলা
পৃষ্ঠার সংখ্যা ৪৮
সংস্কার 2nd
দেশ বাংলাদেশ

ফ্ল্যাপে লিখা কথা
এদেশেরেই নিভৃত এক গ্রামের নাম বীরের মাটি। ঢাকাবাসী পিন্টু এবং রুমার দাদুবাড়ি সেই গ্রামে। ওদের নানুবাড়ির গ্রামের নামও খুব সুন্দর-স্বর্ণথালা। দাদুবাড়ির । নানুবাড়ি কিংবা নানুবাড়ি যাবার স্মৃতিও ওদের বেশি নেই। এবার ঈদের ছুটিতে দাদাবাড়ি যাবার উদ্যোগ নিতে গিয়েই বেরিয়ে পড়ে বীরের মাটির বীরত্বপূর্ণ কাহিনী। ওরা দু’ভাইবোনের প্রবল রোমাঞ্চিত হয়, আনন্দিত হয়, গর্ব করে বলে গ্রামের নাম বীরের মাটি।
কিন্তু পিণ্টুর বড় চাচা ঈদের জামাতে প্রস্তাব রাখেন- গ্রামের নাম পাল্টিয়ে করতে হবে পীরের মাটি। তার মতে এ গ্রামেই ঘুমিয়ে আছেন এক বুজুর্গ পীর। কাজেই এ গ্রামের মাটির বীরের মাটি নয়, পীরের মাটি। এটাই হবে গ্রামের নতুন নাম।
কিশোর পিণ্টু প্রতিবাদ করে এ প্রস্তাবের। সমর্থনও পায় গ্রামবাসীর। ফলে অসংখ্য বীর শহীদের রক্তে ভেজা গ্রামের নাম থেকেই যায় বীরের মাটি।
শুধু একটি গ্রামই নয়, আসলে বাংলাদেশেরই অন্য নাম বীরের মাটি। এই নিয়েই রফিকুর রশীদের কিশোর উপন্যাস ‘বীরের মাটি’।

রফিকুর রশীদ। জন্ম ১৯৫৭ সালের ২৭ সেপ্টেম্বর, মেহেরপুর। রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষাজীবন শেষে ১৯৮৩ সালে সিলেটের এক চা-বাগানে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হিসেবে শুরু হয় তাঁর কর্মজীবন। মন টেকে না সেখানে। যােগ দেন কলেজ। শিক্ষকতায়। দীর্ঘ ৩৩ বছর শিক্ষকতা শেষে মেহেরপুরের গাংনী কলেজ থেকে তিনি সম্প্রতি অবসর গ্রহণ করেন। নিভৃতে কাব্যচর্চা দিয়ে শুরু হলেও সত্তর দশকের শেষভাগে পত্র-পত্রিকায় গল্প লিখেই তাঁর আত্মপ্রকাশ সাহিত্যজগতে। দেশের উল্লেখযােগ্য প্রায় সব কাগজে বিরামহীন লিখে চলেছেন গল্প আর গল্প, সঙ্গে উপন্যাসও। ছােট-বড় সকলের জন্যে। নির্মোহ চরিত্র চিত্রণ এবং বর্ণনার বিশ্বস্ততাই কথাশিল্পী হিসেবে তাকে এনে দিয়েছে বিশিষ্টতা। ছােটদের জন্য লেখা গল্প এবং উপন্যাসে রফিকুর রশীদ এনেছেন বিপুল বিষয় বৈচিত্র্য। প্রিয় প্রসঙ্গ মুক্তিযুদ্ধ তাে আছেই, বিপুল উৎসাহ-উদ্দীপনা ও কৌতূহলে ভরা বিচিত্র বর্ণে বর্ণিল ছােটদের নিজস্ব ভুবনের আলােকিত উপস্থাপন ঘটে চলেছে তার লেখা শিশু ও কিশাের সাহিত্যে। স্বপ্নজয়ের কথাশিল্পী রফিকুর রশীদ এরই মাঝে অর্জন করেছেন এম. নূরুল কাদের শিশুসাহিত্য পুরস্কার, অগ্রণী ব্যাংক শিশুসাহিত্য পুরস্কার, অধ্যাপক মােহাম্মদ খালেদ শিশু সাহিত্য পুরস্কার, চন্দ্রাবতী একাডেমি শিশু ও সাহিত্য সম্মাননা, কাজী কাদের নওয়াজ জন্মশতবর্ষ সম্মাননা, আলাওল সাহিত্য পুরস্কার, অরণি সাহিত্য পুরস্কার, কাঙাল হরিনাথ পদক ও পুরস্কার, বগুড়া লেখকচক্র স্বীকৃতি ও সম্মাননা, সাতক্ষীরা সাহিত্য একাডেমি সম্মাননা, সিকান্দার আবু জাফর সাহিত্য পুরস্কার, দ্বিজেন্দ্র পুরস্কার (ভরত) প্রভৃতি।


বই সম্পর্কে কোন জিজ্ঞাসা বা মতামত থাকলে আমাদেরকে জানান
শেয়ার করুন

লেখকের অন্য বইসমূহ