“দর্শনচিন্তা” বইটির সম্পর্কে কিছু কথা:
সংকলিত রচনাগুলাে বাঙালির আত্মদর্শন ও আত্মজিজ্ঞাসার প্রেরণাপ্রসূত যা-পাঠকসমাজে বাঙালি সত্তার শুধু নয়, সমগ্র মানবসত্তার স্বরূপ উপলব্ধির ক্ষেত্রে অত্যন্ত তাৎপর্যপূর্ণ হিসেবে গৃহীত হবে বলে আমি মনে করি। এই প্রবন্ধগুলি বাঙালি জীবনের বিভিন্ন দিককে অবলম্বন করে জীবনসত্তার স্বরূপ উন্মােচনে অগ্রপথিকের ভূমিকা পালন করেছে। কারণ যখন ভাবা হতাে বাঙালির দর্শন নেই তখন আহমদ শরীফ তার রচনায় বাঙালির দর্শন চিন্তার পরিচয় তুলে ধরেছেন। শুধু দার্শনিক যৌক্তিকতা ও স্পষ্টীকরণই নয়-ইতিহাস, সমাজ, শক্তি, সংস্কৃতি, ধর্ম ইত্যাদি নানা জগৎপ্রপঞ্চের বাস্তবভিত্তিক তথ্য, তত্ত্ব ও মতাদর্শের অন্তর্বুননে এইসব প্রবন্ধ কোনাে কোনাে ক্ষেত্রে এক একটি নতুন জগতের অনুসন্ধানও এদেশের মানুষের সামনে উন্মােচিত করেছেন। তাই বাঙালির তথা মানুষের জগৎ-জীবন-বিশ্বদৃষ্টি অনুশীলনে এই গ্রন্থটি একটি আকর গ্রন্থ হিসেবে পরিগণিত হবে বলে আমার বিশ্বাস।