ফ্ল্যাপে লেখা কিছু কথা
রাশীকের কথাটা শোনার পরপরই মিমি বলে, ‘আমরা পারব তো রাশীক?’ রাশীক বলে, ‘পারতে তো আমাদেরই হবেই। তার আগে কয়েকজন মানুষ দরকার আমাদের।’ ‘মানুষ!’ কিছুটা চমকে ওঠি মিমি। ‘হ্যাঁ মানুষ, সাহসী মানুষ।’ চুপচাপ বসে এতক্ষণ মুগ্ধ হয়ে কথাগুলো শুনছিল ত্রিবিদ। আধা ঘন্টা ধরে যে পরিকল্পনার কথা বলল রাশীক, তাতে সে একটু আপত্তি করল। কিছুটা উত্তেজিত হয়ে সে বলল, ‘অসৎ মানুষদের শান্তি এত সহজে, এত অল্প হলে হয় না রাশীক। তার শান্তি হওয়া উচিত একটু সময় নিয়ে, একটু কঠিন উপায়ে।’ অবশেষে রাশীক, মিমি, ত্রিবিদ আর মিতু বেরিয়ে পড়ে মানুষ খুঁজতে, সাহসী মানুষ। দেশের এ-প্রান্ত থেকে ও-প্রান্ত তারা ঘুরে বেড়ায়। পেয়ে যায় বিচিত্র সব মানুষ, বিচিত্র তাদের জীবন, বিচিত্র তাদের কাহিনী। কখনো সেগুলো হৃদয় বিদীর্ণ করা , কখনো সেগুলো অবিশ্বাস্য, কখনো সেগুলো শিহরিত করা ঘটনা। তারপর? তারপর তারা বাস্তবায়ন করতে চায় তাদের সে পরিকল্পনা-ভয়ঙ্কর পরিকল্পনা! প্রিয় পাঠক, যদি আপনি নিজেকে সাহসী মনে করেন, তাহলে প্লিজ রাশীকদের সঙ্গে চলুন, না হলে…….। কারণ এ সময়ে কিছু সাহসী মানুষ দরকার!