ফ্ল্যাপে লিখা কথা
সাবিত সেই একজনকে দেখল।
নৈঋতা!
ডানাঅলা নৈঋতা!
সবুজ নৈঋতা!
সবুজ রঙের জোছনা নৈঋতার দুই চোখের মণিতে পড়েছে। চোখের মণি সবুজ দেখা্চ্ছে। সাবিত বলল, ‘তুই দেখি পরী হয়ে গেছিস!’
নৈঋতা হাসল, ‘আমি তো পরীই।’
‘তুই পরী?’
‘পরী না, বল?’
‘তোর ডানা হলো কি করে?’
‘আমি পরী, আমার ডানা থাকবে না?’