ছোটগল্প ঘিরে তৈরি হয়েছে শূন্যতার ভেতর উত্থান। এতে তেরটি গল্প রয়েছে। গল্পগুলো আবর্তিত হয়েছে একটি সময়কে ধরে। বিশেষ করে সেই সময়কার মানুষের জীবন যাপনের নানা কথা অবলীলায় উঠে এসেছে প্রতিটি গল্পে। গল্পকার গল্প বর্ণনায় বেশ পারঙ্গম, তা গল্পগুলো পড়লে পাঠক উপলব্ধি করবেন।