“চীনের রূপকথা” বইয়ের ভূমিকার অংশ থেকে নেয়া:
চীনা রূপকথার গল্প পৃথিবীবিখ্যাত। পৃথিবীর বিভিন্ন ভাষায় চীনের বহু বাছাই গল্প অনূদিত হয়েছে। বাংলা ভাষাতেও এর ব্যতিক্রম হয়নি। বাংলা শিশুসাহিত্যের ঊষালগ্নেই অনূদিত হয়েছে চীনের রূপকথা। অতি সম্প্রতিও চীনের গল্পের অনুবাদ প্রকাশিত হচ্ছে। | বিশ্বসাহিত্য কেন্দ্রের প্রকাশনা বিভাগ থেকে প্রকাশিত রূপকথা সিরিজের আওতায় প্রকাশিত হল চীনের রূপকথা। চীনের রূপকথার বিপুল সম্ভার থেকে এত ক্ষুদ্র ও কৃশকায় গ্রন্থে রূপকথা সংকলনের সীমাবদ্ধতা থাকবেই। তবে আমরা চেষ্টা করেছি, চীনের প্রতিনিধিত্বকারী গল্পগুলাে যেন এই সংকলনে স্থান পায়। বিভিন্ন দেশি-বিদেশি বই থেকে গল্পগুলাে সংগ্রহ করা হয়েছে। পরে মূল আবহ অক্ষুন্ন রেখে গল্পগুলাে সহজ ভাষায়, নিজস্ব ভঙ্গিতে, শিশুকিশাের উপযােগী করে লেখা হয়েছে। সেই অর্থে গল্পগুলাে পূর্ণাঙ্গ অনুবাদ— এমনটি বলা যাবে না। বরং গল্পগুলাে ন্টমৌলিকভাবেই পুনর্লিখিত হয়েছে। | চীনের রূপকথার গল্পগুলাে অরূপলােকে বিহার করলেও এর মূল প্রােথিত রয়েছে বাস্তব জীবনের হাজার উপাদানের ভিতরে। দীর্ঘ গৌরবময় ইতিহাসের পটভূমিতে প্রাণশক্তিকে উজ্জীবিত করে সৃষ্টি হয়েছে রূপকথার আশ্চর্য এইসব সুন্দর গল্পগুলাে। | হৃদয়ের সমস্ত সুধা মথিত করে জন্ম নেয় রূপকথা। রূপকথা আমাদের মানসমুক্তির প্রতীক। রূপকথাপ্রেমী পাঠকদের বইটি ভালাে লাগলে আমরা আনন্দিত হব।