টম সয়ারের মতাে দুষ্ট ছেলে তার শহরে আর একটাও নেই। তার জ্বালায় অস্থির হয়ে থাকে সবাই। তার সৎ-ভাই সিড অবশ্য সব সময় ওত পেতে থাকে টমকে শায়েস্তা করার জন্যে। কিন্তু টমকে দমিয়ে রাখে কার সাধ্য? বাড়ি থেকে পালিয়ে তার প্রিয় দুই বন্ধু হাক আর জো-কে নিয়ে সে গড়ে তুলল ‘জলদস্যুর দল। মাথার ওপর তারা-জ্বলা কালাে আকাশ, নিচে বিশাল মিসিসিপি নদী। জলদস্যুর এই দলটা কী করছে সেখানে, চলাে না গিয়ে দেখি!