“আজব দেশে এলিস” বইটির শেষের ফ্ল্যাপ-এর লেখাঃ
ছােট্ট মেয়ে এলিস বােনের সাথে বসেছিল নদীর ধারে। বােন তাে বসে বসে বই পড়ছে, সে এখন করবে কী? হঠাৎ দেখা হলাে একটা খরগােশের সাথে। তাও যে সে খরগােশ নয়, একেবারে কথা বলা খরগােশ। এলিস ছুটল খরগােশটার পেছনে পেছনে। ছােট্ট এই প্রাণীটা গিয়ে পড়ল একটা গর্তে। সাথে এলিসও। তারপর? তারা পৌছে গেল মজার এক রাজ্যে। সেখানে আছে কথা বলা পশুপাখি, নাচুনে মাছের দল, হেঁটে চলা তাস আরও কত কী! চলাে, সঙ্গী হই এলিসের! দেখি আজব। এই দেশে সে কী করে ।