“লিটল উইমেন” বইটির শেষের ফ্ল্যাপ-এর লেখাঃ
আমেরিকায় তখন গৃহযুদ্ধ ছড়িয়ে পড়েছে। মার্চ পরিবারের চার মেয়ে- মেগ, জো, বেথ এবং এমি। ওদের বাবা সেনাবাহিনীতে চাকুরী করেন। মা গৃহিনী। চার বােন চার রকমের স্বপ্ন নিয়ে বড় হতে থাকে। হঠাৎ বাবা অসুস্থ হয়ে পড়েন। সংসারে দেখা দেয় নানা জটিলতা। সে সব জটিলতার মধ্যে দিয়ে ওদের জীবনের বড় হবার স্বপ্ন পূরণ হয় কি?