বাংলা জনপ্রিয় উপন্যাসের ধারা

৳ 360.00

লেখক
প্রকাশক
আইএসবিএন
(ISBN)
9789842001574
ভাষা বাংলা
পৃষ্ঠার সংখ্যা ২০৮
সংস্কার 1st Published, 2011
দেশ বাংলাদেশ

বাংলা কথাসাহিত্যে মুসলিম লেখকদের অবদান অনস্বীকার্য। কথাসাহিত্যের বিকাশে এঁদের অবদান প্রভূত গুরুত্বপূর্ণ। বাংলা উপন্যাসের উৎস থেকে উত্তরণের নিরন্তর অভিযাত্রায় কোনো কোনো মুসলিম ঔপন্যাসিকের জনপ্রিয়তায় ভাটা পড়লেও কেউ কেউ আবার সার্বজনীন পাঠক আনুকূল্য লাভ করেছেন। কালের ভ্রুকুটি উপেক্ষা করে তাঁদের উপন্যাস আজো স্বমহিমায় ভাস্বর। বিশেষ করে মীর মশাররফ হোসেনের বিষাদ-সিন্ধু, মোহাম্মদ নজিবর রহমানের আনোয়ারা, আকবর হোসেনের অবাঞ্ছিত সমকালীর পাঠকের উত্তুঙ্গ আনুকূল্য লাভ করেছিল। বাংলা জনপ্রিয় উপন্যাসের ধারা : মীর মশাররফ হোসেন থেকে আকবর হোসেন গ্রন্থে নিষ্ঠাবান গবেষক রকিবুল হাসান বাংলা জনপ্রিয় উপন্যাসের প্রত্যয় ও প্রবণতাসমূহ নির্দেশ করে মূলত প্রধান মুসলিম ঔপন্যাসিকদের জনপ্রিয় এবং শিল্পসৌকর্য সম্পন্ন উপন্যাস কিভাবে কালিক অভিযাত্রায় চিরায়ত মর্যাদা লাভ করে সে সম্পর্কে আলোচনায় নিবিষ্ট হয়েছেন। তবে প্রাসঙ্গিকভাবে অন্যান্য বাংলা উপন্যাসের প্রসঙ্গও ছুঁয়ে গেছেন। অন্যদিক দিয়ে তিনি মূল আলোচ্য বিষয়ের সন্ধান, কারণ ও মূল্যায়ন সম্বন্ধে সূচিন্তিত মতামতও রেখেছেন। সন্দেহ নেই যে রকিবুল হাসান এই গ্রন্থটির মাধ্যমে বাংলা উপন্যাসের জনপ্রিয় ধারার মূল্যায়নে এক দিগন্ত উন্মোচনকারী। বাংলা মুসলিম উপন্যাসের জনপ্রিয়তা বিষয়ক প্রথম গবেষণামূলক এই গ্রন্থটির শরণ অবশ্যই অগ্রসর পাঠকের কাছে হতে পারে জ্ঞানসঞ্চারী ও উপভোগ্য।

রকিবুল হাসান। জন্ম ৩১ মে, ১৯৬৮। কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলার কয়া গ্রামে। মাতা: পরীজান নেছা। পিতা: মোহা. উকিল উদ্দিন শেখ। লেখাপড়া: রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে বাংলা ভাষা ও সাহিত্যে বি.এ. (অনার্স) এম.এ., পিএইচডি.। পেশা: সাংবাদিকতা। সম্পাদক, সাপ্তাহিক অর্থবিত্ত ও গৈরিক (সাহিত্যপত্রিকা)। প্রকাশিত গ্রন্থ : প্রবন্ধ: বিপ্লবী ভাঘা যতীন, পথের কথা, কয়ায় রবীন্দ্রনাথ, বাঘা যতীন এবং প্রাজ্ঞজন, কাব্য: দুঃখময়ী শ্যামবর্ণ রাত, অনিয়ম চুম্বনের সিঁড়ি ধরে, এক ধরনের অহংকার। উপন্যাস: নবীরন, ভাঙন, জীবন দিয়ে ভালোবাসি, এ কি তৃষ্ণা এ কি দাহ, ছায়াবন্দি, সম্পাদনা: নবতরঙ্গের ধ্বনিবন্ধ, আমার সোনার বাংলা কই, কত কবিতা শুনলাম কিন্তু। সাক্ষাৎকারভিত্তিক গ্রন্থ: ইন্টারভিউ। পুরস্কার: বাংলা সাহিত্য পদক (১৪১৩ বাংলা), স্যার সলিমুল্লাহ পদক (২০০৬), দি সান সম্মাননা (২০১০), চাইল্ড হেভেন সম্মাননা (২০১০)। জীবন সদস্য, বাংলা একাডেমী, আজীবন সদস্য, কুষ্টিয়া জেলা সমিতি ঢাকা; নির্বাহী পরিষদ সদস্য, সাহিত্য একাডেমি, কুষ্টিয়া।


বই সম্পর্কে কোন জিজ্ঞাসা বা মতামত থাকলে আমাদেরকে জানান
শেয়ার করুন

লেখকের অন্য বইসমূহ