বাংলা কথাসাহিত্যে মুসলিম লেখকদের অবদান অনস্বীকার্য। কথাসাহিত্যের বিকাশে এঁদের অবদান প্রভূত গুরুত্বপূর্ণ। বাংলা উপন্যাসের উৎস থেকে উত্তরণের নিরন্তর অভিযাত্রায় কোনো কোনো মুসলিম ঔপন্যাসিকের জনপ্রিয়তায় ভাটা পড়লেও কেউ কেউ আবার সার্বজনীন পাঠক আনুকূল্য লাভ করেছেন। কালের ভ্রুকুটি উপেক্ষা করে তাঁদের উপন্যাস আজো স্বমহিমায় ভাস্বর। বিশেষ করে মীর মশাররফ হোসেনের বিষাদ-সিন্ধু, মোহাম্মদ নজিবর রহমানের আনোয়ারা, আকবর হোসেনের অবাঞ্ছিত সমকালীর পাঠকের উত্তুঙ্গ আনুকূল্য লাভ করেছিল। বাংলা জনপ্রিয় উপন্যাসের ধারা : মীর মশাররফ হোসেন থেকে আকবর হোসেন গ্রন্থে নিষ্ঠাবান গবেষক রকিবুল হাসান বাংলা জনপ্রিয় উপন্যাসের প্রত্যয় ও প্রবণতাসমূহ নির্দেশ করে মূলত প্রধান মুসলিম ঔপন্যাসিকদের জনপ্রিয় এবং শিল্পসৌকর্য সম্পন্ন উপন্যাস কিভাবে কালিক অভিযাত্রায় চিরায়ত মর্যাদা লাভ করে সে সম্পর্কে আলোচনায় নিবিষ্ট হয়েছেন। তবে প্রাসঙ্গিকভাবে অন্যান্য বাংলা উপন্যাসের প্রসঙ্গও ছুঁয়ে গেছেন। অন্যদিক দিয়ে তিনি মূল আলোচ্য বিষয়ের সন্ধান, কারণ ও মূল্যায়ন সম্বন্ধে সূচিন্তিত মতামতও রেখেছেন। সন্দেহ নেই যে রকিবুল হাসান এই গ্রন্থটির মাধ্যমে বাংলা উপন্যাসের জনপ্রিয় ধারার মূল্যায়নে এক দিগন্ত উন্মোচনকারী। বাংলা মুসলিম উপন্যাসের জনপ্রিয়তা বিষয়ক প্রথম গবেষণামূলক এই গ্রন্থটির শরণ অবশ্যই অগ্রসর পাঠকের কাছে হতে পারে জ্ঞানসঞ্চারী ও উপভোগ্য।