রাতের মেঘহীন আকাশের দিকে তাকালে অজস্র তারা দেখা যায়। আকাশের তারা চেনা না থাকলে রাতের আকাশ দেখার নিবিড় আনন্দ ও শিহরণ পাওয়া সম্ভব হয় না। সূর্য-পরিবারের বা আমাদের সবচেয়ে কাছের তারা প্রক্সিমা সেন্টরীর দূরত্ব প্রায় ৪ আলোকবর্ষ। আমাদের খুব আশপাশে প্রাণ ধারণের উপযোগী গ্রহও এখনো পর্যন্ত মেলেনি। তবে এখন পর্যন্ত পৃথিবীর সমান্তরাল বা বড় আকৃতির নানা গ্রহজগতের সন্ধান পেয়েছেন। এর কোনোটি প্রাণ উপযোগী কিংবা মানুষের বসবাস উপযোগী কিনা সে বিষয়ে চূড়ান্ত কোনো সিদ্ধান্তে জ্যোতির্বিজ্ঞানীরা আসেন নি। কিন্তু মঙ্গল, বৃহস্পতি, শুক্র সম্পর্কেওবা আমরা কতটুকু জানি। চার-পাঁচ হাজার বছর আগে মিশর, ব্যাবিলন, গ্রিস, ভারত ও চীনে আকাশ ও তারাচর্চা শুরু হয়েছিল। তারই ফসল আজকের আকাশভ্রমণ। তবে হাজার চার-পাঁচ বছর আগে থেকে আজ পর্যন্ত যা জানা গেছে তার একটি সহজ, সংক্ষিপ্ত ও জনপ্রিয় কথামালা এই বইয়ে পরিবেশন করা হয়েছে। একজন বিচিত্রকথিক কথাসাহিত্যিকের এই অসামান্য পরিবেশনা। আমাদের কালের অনন্যসাধারণ বিজ্ঞানী স্টিফেন হকিং-এর কথাও এতে আছে। এই গ্রন্থ প্রাচীন ও নবীন মেধা, মনন ও কল্পনার কথার সমাহার। মুক্ত বাতায়ন। আকাশদ্রষ্টা পাঠকদের বইটি সংগ্রহে রাখার মতো। আর জ্যোতির্বিজ্ঞানচর্চাকারীর তো বটেই।