জাতিসত্তার কবি : মুহম্মদ নূরুল হুদা

৳ 200.00

লেখক
প্রকাশক
আইএসবিএন
(ISBN)
9847016900303
ভাষা বাংলা
পৃষ্ঠার সংখ্যা ১৫২
সংস্কার 1st Published, 2008
দেশ বাংলাদেশ

সমকালীন বাংলা কবিতার অন্যতম প্রধান কণ্ঠস্বর মুহম্মদ নুরুল হুদা। তাঁর কাব্যপ্রায়াসের কেন্দ্রে রয়েছে ব্যক্তিমানুষ, জাতিমানুষ ও বিশ্বমানুষের প্রতি সমীকৃত প্রতীতি। জাতিসত্তার কবিরূপে বহুলনন্দিত হয়েও তিনি দৈশিক ও বৈশ্বিক মানব-অস্তিত্বের নান্দনিক ভাষ্যকার। জাতিসত্তার কবি হিসাবে তিনি বৃহত্তর লোকসমাজের যাপিতজীবন, রিচ্যুয়াল ও ঐতিহ্যঅšে¦ষণার অতলান্তিক মানস সহযাত্রী। জাতিসত্তার স্বরূপ প্রকাশ করতে গিয়ে প্রাসঙ্গিক পৌরাণিক বাস্তবতাকে কবিতার উপাদান করেছেন তিনি। বলাই বাহুল্য, এক্ষেত্রে তিনি সূক্ষ্ম পরিমিতিবোধের পরিচয় দিতে সক্ষম হয়েছেন। মাটি ও মানুষের সঙ্গে রয়েছে তাঁর নিবিড় একাত্মতা। দেশ ও জাতির সমস্যা-সঙ্কট, সমসাময়িক আর্থ-সামাজিক রাজনৈতিক বাস্তবতার অগ্নিঝরা চিত্র হচ্ছে তাঁর কবিতা। কবিতার শরীরে সমাজ-বাস্তবতাকে আত্মীকরণ করতে গিয়ে মুহম্মদ নূরুল হুদা তাঁর অনুভূতির প্রগাঢ় আলিঙ্গনে নিজস্ব চিন্তাশক্তিকে সূত্রায়িত করেন শিল্পিত অভীপ্সায়। এখানেই নিহিত জাতিসত্তার কবি হিসাবে তার নান্দনিক অনন্যতা।

কবি, প্রাবন্ধিক-গবেষক, কলামিস্ট, কথাসাহিত্যিক হিসেবে গাউসুর রহমান স্ব-চিহ্নিত বৈশিষ্ট্যের অধিকারী । কবি হিসেবে তিনি নিজস্ব Poetic diction অর্জনের জন্যে সচেষ্ট। নতুন কণ্ঠস্বরের অধিকারী এই কবি প্রাবন্ধিক-গবেষক হিসেবে তুখােড় মেধাবী; তার বিশ্লেষণ অনবদ্য। নজরুল, জসীমউদ্দীন, ফররুখ আহমদ, শামসুর রাহমান সম্পর্কে তার নিজস্ব গ্রন্থ রয়েছে। নজরুল সম্পর্কে তার গ্রন্থের সংখ্যা চার । আরও দুটি প্রকাশের অপেক্ষায়। রবীন্দ্রনাথ ও জীবনানন্দ সম্পর্কে দুটি গ্রন্থ যন্ত্রস্থ। তাঁর প্রকাশিত গ্রন্থের সংখ্যা বিশ। অ্যাডর্ন প্রকাশিত তাঁর উল্লেখযােগ্য দুটি গ্রন্থ হল, জাতিসত্তার কবি : মুহম্মদ নূরুল হুদা ও কবিতার শামসুর রাহমান । অধ্যাপনায় নিয়ােজিত গাউসুর রহমান বাংলা ভাষা ও সাহিত্যে অনার্সসহ এমএ; পরবর্তী সময়ে তিনি এলএলবি ডিগ্রিও অর্জন করেছেন । পিতা অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা আবদুল মান্নান ও সুগৃহিণী মা হােসনে আরা বেগমের জ্যেষ্ঠপুত্র গাউসুর রহমান। স্ত্রী কামরুন নাহার ও পুত্র সুহৃদ রহমানকে নিয়ে ময়মনসিংহ শহরে তিনি বসবাস করেন।।


বই সম্পর্কে কোন জিজ্ঞাসা বা মতামত থাকলে আমাদেরকে জানান
শেয়ার করুন

লেখকের অন্য বইসমূহ