সংস্কৃতির নব্যরূপরেখায় সমকাল

৳ 150.00

লেখক
প্রকাশক
আইএসবিএন
(ISBN)
9847016900990
ভাষা বাংলা
পৃষ্ঠার সংখ্যা ১১১
সংস্কার 1st Published, 2009
দেশ বাংলাদেশ

সংস্কৃতি বিষয়ে চিন্তাচর্চায় এই বইটি একটি ব্যাতিক্রমী ও সময়োপযোগী সংযোজন। লেখক এর পূর্বে সংস্কৃতি বিষয়ক তিনটি গ্রন্থ সংস্কৃতির সত্যমিথ্যা, সভ্যতার দুর্গে সংস্কৃতির করাঘাত ও সংস্কৃতির স্বরূপ ও বাঙালি মনন সুধী পাঠক মহলে উপহার দিয়েছেন। এই বইটি একটু ভিন্ন—সংস্কৃতির নব্যরূপরেখা বস্তুনিষ্ঠভাবে প্রমাণ করে যে সমকালে ঢাকঢোল সহকারে প্রচারিত বুদ্ধিজীবী, আইডিয়োলজি, পোস্ট-মডার্নিজম, এন্ড অফ হিস্ট্রি, গ্র্যান্ড ন্যারেটিভস, এমন কি ক্ল্যাশেজ অফ সিভিলাইজেশান ও আরও অনেক তাত্ত্বিক বিষয়ের মূল উদ্দেশ্য পুঁজিবাদকে শ্রেষ্ঠ বিশ্বব্যবস্থা হিসেবে উপস্থাপন করা। এই বক্তব্যটি নতুন নয়, পুঁজিবাদের পক্ষে যে-সব শক্তি কাজ করে তাদের কথা সবসময়ে রাষ্ট্রবিজ্ঞান, সমাজবিজ্ঞান, দর্শন, রাজনীতিতে উল্লেখিত হয়, কিন্তু একমাত্র সংস্কৃতি বিষয়টিই পরিষ্কার করে দেখিয়ে দিতে পারে ‘সংস্কৃতি’গত কারণেই এই গণবিরোধী তথা মানবতাবিরোধী শক্তিগুলির উত্থান হয়।

১৯৭১এ মুক্তিযুদ্ধের সময় ইসলামাবাদে কর্মরত ড. ফজলুল আলম পালিয়ে সপরিবারে ইংল্যান্ডে চলে যান। ১৯৯৬ সনে সুদীর্ঘ পঁচিশ বছর পরে দেশে ফিরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগারে লাইব্রেরি অটোমেশান প্রজেক্ট (উটখঅচ) চালু করেন ও ইউএনডিপি অনুদানের প্রস্তাবিত সকল শর্ত সফলভাবে সময়মত কার্যকর করেন। প্রথম কয়েক বছর বিভিন্ন পত্রপত্রিকায় কলাম লিখলেও ২০০২ সনে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অবসর পেয়ে সৃজনশীল ও মননশীল সাহিত্যে মনোনিবেশ করেন। ২০০৪ সনে প্রকাশিত উপন্যাস ক্রান্তিকালে প্রতারক লন্ডন বিশ্ববিদ্যালয়ে বাংলা বিভাগে ডিগ্রি কোর্সে মনোনীত হয়। ইংল্যান্ডে তার দুটি প্রবন্ধ/গবেষণা বই প্রকাশিত হয়। সেখানে থাকা কালে তিনি নিজ খরচে লাইব্রেরিয়ানশীপে চার্টার্ড, এথনিক রিলেশান্সে মাস্টার্স ও কালচারাল স্টাডিজে ডক্টরেট ডিগ্রি অর্জন করেন। ২০০৭ সনে সংস্কৃতির সত্যমিথ্যা প্রকাশ করে তিনি নিজেকে একজন সংস্কৃতি অধ্যয়ন বিশেষজ্ঞ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন। তারপর তিনি প্রতি বছর সংস্কৃতি বিষয়ে একটা করে সুচিন্তিত ও তথ্যমূলক বই প্রকাশ করেন। ২০১০ সনে প্রকাশিত সংস্কৃতি সমগ্র সুধী মহলে ও বিদ্বদ্গোষ্ঠীতে বহুল সমাদৃত। তিনি সম্পূর্ণ নতুন বিষয় ‘সংস্কৃতিতত্ত্ব বিরোধিতা’র ওপরও লিখেছেন। তার পাঁচটি ছোটগল্প নাটক ও টেলিফিল্ম হিসেবে টেলিভিশনে প্রদর্শিত হয়েছে। তাঁর একটা উপন্যাস থেকে চলচ্চিত্র নির্মানাধীন। তিনি স্যাটেলাইট চ্যানেলে সর্বপ্রথম বিষয়ভিত্তিক টক-শো ‘কড়া আলাপে’র পরিকল্পক ও উপস্থাপক। তিনি দুটো গুরুত্বপূর্ণ পুরস্কার পেয়েছেন, সিটি ব্যাংকÑআনন্দআলো সাহিত্য পুরস্কার (২০০৮) ও বাংলা একাডেমি পরিচালিত সা’দত আলি আখন্দ সাহিত্য পুরস্কার (২০১৪)।


বই সম্পর্কে কোন জিজ্ঞাসা বা মতামত থাকলে আমাদেরকে জানান
শেয়ার করুন

লেখকের অন্য বইসমূহ