“নানা কাজের মুক্ত সফটওয়্যার” বইয়ের ফ্ল্যাপের লেখা:
বর্তমানে কাজের ক্ষেত্রে খুব সহজেই ব্যবহার করা যায় মুক্ত সফটওয়্যার। নির্দিষ্টভাবে পুরাে অপরেটিং সিস্টেম ছাড়ায় বেশ কিছু জনপ্রিয় মুক্ত সফটওয়্যার রয়েছে, যা যে কেউ ব্যবহার করতে পারেন। বিভিন্ন সুবিধার মুক্ত সফটওয়্যার নিজের ভাষায়ও ব্যবহার করা যায়। নানা কাজের এ ধরনের মুক্ত সফটওয়্যারগুলাের বিভিন্ন বিষয় তুলে ধরা হয়েছে এই বইটিতে। শুধুমাত্র নির্দিষ্ট অপারেটিং সিস্টেমের জন্য নয়, সফটওয়্যারগুলাে প্রায় সব ধরনের অপারেটিং সিস্টেমেই ব্যবহার করা যাবে।