ফ্ল্যাপে লিখা কথা
এসব ছড়া না কবিতা? না, আগে কবিতা পরে ছড়া? কোনটা? ছড়ার মেজাজে কিশোর কবিতা? নাকি কিশোর কবিতার মেজাজে ছড়া। বুঝতে পারবেন যখন হবে পড়া।
ছড়া হবে সাবলীল
চমকে দেয়া অন্ত্যমিল
টইটম্বুর হাওড় বিল
দশটা আকাশ একটা চিল।
ছড়া হবে সাবলীল
চমকে দেয়া গোজামিল!
চাঁদের গায়ে একটু তিল
শান্ত দিঘি ছো্ট্ট ঢিল।
প্রিয় পাঠক-পাঠিকা অন্য রকম একেবারে অন্য রকম। বাল্যকালের স্মৃতিমালার থালা সাজানো হয়েছে। পড়তে পড়তে আপনার পরিচিত দৃশ্য বা স্মৃতি হয়তো সুরসুরি দিবে। কিশোর বেলার মধুর স্মৃতির অনিন্দ সুন্দর অ্যালবাম সৃষ্টি করার প্রাণান্তকর যত্নের ছোঁয়া অতি সহজে হয়তো পেয়েও যাবেন। আহারে ছড়া আহারে কবিতা। কি যে স্বাধীনতা!