আধুনিক বিশ্বসাহিত্যের অবিস্মরণীয় সাহিত্যস্রষ্টা জেমস জয়েস-এর অনবদ্য সৃষ্টি এক তরুণ শিল্পীর প্রতিকৃতি। এটি একটি আংশিক-আত্মজৈবনিক ও চেতনাপ্রবাহী ধারার উপন্যাস। এর কাহিনী গড়ে উঠেছে স্টিফেন ডিডেলাস নামের এক ব্যক্তিকে কেন্দ্র করেÑ যে জয়েসরই আবার এক আত্মস্বরূপ বা দ্বিতীয় সত্তা। উপন্যাসটি চেতনাপ্রবাহী বলে মনস্তত্ত্বের অবচেতন বা সাব-কনসাসের প্রাধান্য লক্ষ করা যায়। উপন্যাসটিতে খ্রিষ্টধর্মের প্রসঙ্গ এক বিরাট অংশ জুড়ে থাকলেও আধুনিকতার সব উপাদান এতে বর্তমান। এই উপন্যাসটি প্রথম প্রকাশিত হয় ১৯১৪-১৫ সালে ইগোইস্ট ম্যাগাজিনে। এবং গ্রন্থবদ্ধরূপে প্রকাশ পায় ১৯১৬ সালে নিউইয়র্ক থেকে।