ফ্ল্যাপে লিখা কিছু কথা
না জানি কত দশক যাবত তালাবদ্ধ এক দরজা। কথিত আছে সেই বদ্ধ দরজার ওপাশে নিবাস এক পিশাচসাধকের অন্ধকার আত্মার, নিবাস তাঁর আরাধ্য প্রাণীদের।কি হবে, যখন অবসান হবে কয়েক দশকের সুদীর্ঘ সেই প্রতীক্ষার? কি ঘটবে, যখন উম্মুক্ত হয়ে যাবে অন্য ভুবনের রহস্যময় সেই দরজা? কি হবে, যদি অন্ধকারের প্রাণীরা বিস্তার করতে শুরু করে তাদের পৈশাচিতক ছয়া এই ধুলো মাটির পৃথিবীতে? কি হবে পরিণতি যখন অন্ধকার শক্তিরা আত্মপ্রকাশ করবে তাদের সমস্ত কদর্যতা নিয়ে।এই কাহিনী মানব মনের সমস্ত বোধের ওপারে থাকা সেই নামহীন শক্তির, যাকে প্রকৃতি সর্বদা আড়াল করে রাখে সযত্ন সতর্কতায়।এই কাহিনী চির পুরাতন সেই যুদ্ধের-অশুভের বিপক্ষে শুভ শক্তির যুদ্ধ, অন্ধকারের বিপক্ষে আলোর যুদ্ধ। অশুভ শক্তির বিরুদ্ধে জিততে কি পারবে প্রকৃতির প্রেরণ করা শুভ শক্তির যোদ্ধারা? জানতে হলে পড়ুন হরর উপন্যাস অতিলৌকিক। শ্বাসরুদ্ধকর এক পিশাচ কাহিনী। নিঃসন্দেহে!