ফ্ল্যাপে লেখা কথা
কবিতা সাম্পানে সীমাহীন সমুদ্র পাড়ি দেওয়া যায়। নোঙর করা যায় পরম বিশ্বস্ত শ্যামল সুশোভনের ঘন ছায়া ঘাটে-মমতা ও স্বস্তিময় জীবনের সান্নিধ্যে। জীবনের তাবৎ ঘৃণা, বেদনা ও দ্রোহ যখন সম্মিলিত উত্তাল অবাধ্য তরঙ্গ হয়ে উঠে, কর্ণধার কবিও তখন বেপরোয়া হয়ে ওঠেন তাঁর প্রবল শক্তিমান শব্দ সৃষ্টির গভীর অনুরাগে।
কবি তাহমিনা কোরাইশী কবিতার অক্ষয় সাম্পানের সেই তেমন এক কর্ণধার। ইতোমধ্যে তিনি বাংলা কাব্যাঙ্গনে নিজস্ব বাক-ভঙ্গিমা ও হৃদয়ের কাঙ্ক্ষিত উচ্চারণ মালায় নির্দিষ্ট আসন তৈরি করতে সক্ষম হয়েছেন। পাঠক ও সমালোচক , কেউই তাঁর কবিতা দূরে সরিয়ে রাখেন না। সকলের আকাঙ্ক্ষার সমান্তরাল তাঁর শিল্পভাবনা। নিসর্গ, প্রেম, একাকিত্ব, ভাঙন, বিপর্যয়, প্রত্যাশা, মুক্তিযুদ্ধ এবং সর্বোপরি সোনালী ভোরের প্রত্যাশা তাহমিনা কোরইশীর কবিতার যাবতীয় উপাদান। বুননেও তিনি স্বকীয়তার দাবি রাখেন।