ভূমিকা
বন্ধুরা, শুভেচ্ছা নিও। ভালো আছো নিশ্চয়ই? তোমাদের হাসি হাসি মুখটা দেখেই বুঝতে পারছি তোমরা খু-উ-ব ভালো আছো । সাপকে ভয় পায় না, এমন মানুষে খুঁজে পাওয়া যাবে না। সাপের নাম শুনলে ভয়ে তোমাদেরও যে গা কাঁপে , আমি কিন্তু জানি। ‘অহংকারী অজগর’ বইটা সাপদের নিয়েই লেখা। তবে বইয়ের সাপেরা যেহেতু কামড় দেয় না, তাই ভয় পাওয়ার কিছু নেই। বরং মনোযোগ দিয়ে পড়তে শুরু করো। তার আগে গল্পটা সংক্ষেপে তোমাদের বলে দিই।একটা ভাঙা বাড়ি। সেই বাড়িতে বসবাস করে অনেকগুলো সাপ। ছোট সাপ, মাঝারি সাপ। একদিন হঠাৎ করে এই বাড়িতে আসে ইয়া বড় এক অজগর সাপ। অজগরটা খুব অহংকারী। তারপর কী হয়? সেটা বলতে আমরা নিজেরই কেমন যেন ভয় ভয় করছে। তাই বলছি না।