রবীন্দ্রনাথ লিখেছেন, তাঁর ‘স্বভাবগত পেশা আসমানদারি।’ তারপরও তিনি গভীর অন্তর্দৃষ্টি দিয়ে রাষ্ট্র ও রাজনীতির ভবিষ্যৎ পর্যবেক্ষণ করেছেন। তাঁর ভয় ছিল ইংরেজ যখন ভারতবর্ষ ছেড়ে চলে যাবে, ‘লক্ষীছাড়া দীনতার আবর্জনাকে’ রেখে যাবে। কিন্তু নিরাশ হননি। বলেছেন, ‘খদ্দর-পরা দেশই যে সমগ্র দেশের সম্পূর্ণ আদর্শ এ কথা’ তিনি ‘কোনোমতেই মানতে’ পারেন না।