এই বইটিতে রবীন্দ্রনাথের বিশ্বচেতনা তুলে ধরা হয়েছে। তাঁর সময়ের বহু গুণী মানুষের সঙ্গে রবীন্দ্রনাথের যোগ ঘটেছিল ; তাঁদের কথা তিনি শুনেছেন ; তাঁদের নিজের কথা শুনিয়েছেন। দেশে-দেশে ঘুরে বেড়িয়েছেন ; নতুন মানুষ দেখেছেন ; নতুন জীবন দেখেছেন। শুধু তখনকার বাংলাদেশ ও ভারতবর্ষ নয়, সারা পৃথিবীর ঘটনা তাঁকে আলোড়িত করেছে । এই বইয়ে সেই রবীন্দ্রনাথের কথা বলা হয়েছে।