ফ্ল্যাপে লিখা কথা
আন্দালিব রাশদীর পাঠক বেশ ভালো করেই জানেন তাঁর উপন্যাস হাতে নিলে শেষ না করে ওঠার কোনো উপায় নেই। আবার শেষ করার পরই উপন্যাসটি কিন্তু শেষ হয় না। এর রেশ বয়ে বেড়াতে হয় দিনের পর দিন।এই ঘোর কাটাতেই আন্দালিব রাশদীর আরও একটি উপন্যাসের আশ্রয় নিতে হয়। তারপর আরও একটি।
কালো মেয়ে পপি কল্পলোক থেকে আসা কেউ নয়। আপনার পরিবারেই একজন জলজ্যান্ত সদস্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়েছে। পপির অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ পর্দা সরিয়ে পপির খানিকটা অতীত ও খানিকটা ভবিষ্যতের যেটুকু আপনি দেখেছেন আর যেটুকু আন্দালিব রাশদীর দেখা – মিলিয়ে দেখুন কোন কোন অংশ আপনার চোখে পড়েনি।
মধ্যবিত্ত সংসারের পপিদের জীবনবৃত্তান্ত ‘পপির শহর’।
আপনার উপন্যাসটিই আন্দালিব রাশদী লিখেছেন, তাঁরও বসবাস পপির শহরেই। পপিকে চিনতে পেরেছেন?