“বাংলা উচ্চারণের নিয়ম” বইটির ফ্ল্যাপ এর লেখাঃ
কোনােকিছু একের অধিক হলেই নিয়ম দরকার হয়, নিয়ম মানতে হয়। বাংলা উচ্চারণ অন্যান্য ভাষার তুলনায় অনেক বেশি। সুশৃঙ্খলিত। বাংলাভাষার উচ্চারণ আর বানান খুবই। কাছাকাছি। তবু কিছু কিছু উচ্চারণের হবহু বানান সম্ভব নয় বলেই উচ্চারণের নিয়ম বা সূত্র মনে রাখতে হয়। অ কখনাে কখনাে ও-কারান্ত উচ্চারিত হয়, কখনাে-বা অ-কারান্তই থেকে যায়। কোনাে কোনাে যুক্ত বর্ণের উচ্চারণ উহ্য রাখতে হয়। কোনাে কোনাে যুক্তবর্ণও পূর্ণরূপে উচ্চারিত হয়-আর এসব উচ্চারণ নিয়মসম্মতভাবে করতেই এই বই-বাংলা উচ্চারণের। নিয়ম। অধ্যাপক নরেন বিশ্বাস বাংলা উচ্চারণসূত্রের পথিকৃৎ গবেষক। তাঁর প্রেরণার আলােতেই রবিশঙ্কর মৈত্রী। বাংলা উচ্চারণচর্চা শুরু করেন । উচ্চারণ নিয়ে কোনাে দ্বিধা সন্দেহ যাতে না-থাকে সে চেষ্টাই করছেন তিনি। একেকটি নিয়ম শত সহস্র শব্দের সঠিক উচ্চারণ | নির্দেশক। যুক্তিসম্মতভাবে নিয়মগুলাে আলােচনা করে উদাহরণ তুলে ধরা হয়েছে বাংলা উচ্চারণের নিয়ম বইয়ে। এই বই সঠিক বাংলা উচ্চারণের সহায়ক হবে।