ফ্ল্যাপে লেখা কিছু কথা
ঘড়ির কাঁটা করে টিক টিক,
আর তো সহ্য হয়না অপেক্ষা,
যেন অসীম অনন্তকালিন এই অপেক্ষা,
কেন বেজে ওঠেনা টেলিফোন?
দেখতে দেখতে কেটে যায় কত প্রহর,
ফোনটা তো আর বেজে ওঠে না,
ফোনটা আর কোনদিন বাজবে না;
দুঃখময় পৃথিবীতে সূর্য কালিময়,
প্রত্যেক প্রভাত যেন ধূসর বর্ণময়,
রংধনুর বর্ণালী মনকে আর দেয় না নাড়া,
স্বর্ণালি সন্ধাকে অস্পৃশ্য মনে হয়,
আর জীবনটা যেন শ্মশানের এ বেদি;
তোমাকে এত ভালোবাসাই তো আমার অপরাধ,
অসীম অনন্তকালিন মহা অপরাধ,
চোখ থেকে বেয়ে পড়ছে দুফোঁটা অশ্রু,
আর খুঁজছে তোমায়-
শুধুই খুঁজছে তোমায়……..
সূচিপত্র
* রক্তে লেখা কাব্য
* মহান বাংলা ভাষা
* কেন তুমি চিরযৌবনা হলে না?
* প্রতিদান (দু ফোঁটা অশ্রুর জন্য)
* জীবনে অর্থ
* সুখ
* তোমারই বন্দনা করি হে নারী
* তোমার নেত্রদ্বয়
* তুমি
* তোমার প্রেমের অংক
* প্রজাপতি বর্ণ
* নিখূঁত সৃষ্টি
* সুন্দরী তুমি
* তোমাকে চাই
* ইচ্ছা পূরণ
* তুমি আর আমি
* প্রথম প্রেম
* স্বর্গীয় যৌবন
* ভালোবাসা কি অপরাধ?
* হে অমর প্রেম
* গন্তব্য
* তোমার মন
* আমি যাকে ভালোবাসি
* মহান সৃষ্টিকর্তার প্রেম
* রূপক সময়ের প্রথমাংশ
* বিবেক
* ‘বড়’ই হও
* আরাধনা
* পরম করুণাময়
* বিদায়
* মনোরঞ্জন
* অসুরীয় শুভশক্তি
* বিদ্রোহ
* বিবেকের কাছে প্রশ্ন
* প্রাণাধিক প্রিয় বাংলাদেশ
* জীবনের ব্যবচ্ছেদ
* স্বাগত তোমাকে হে নববর্ষ
* প্রেমের স্বরূপ