ফ্ল্যাপে লেখা কিছু কথা
সমস্যাটা হল বাংলা আর ইংরেজির।
কীরকম?
ধর, বাংলায় আমি তোকে বললাম বোকা। তুই কি রাগ করবি?
রাগ করব না। তোকে শুদ্ধ করে দেব।আমি বোকা না, সরল। সেটাই তোরা বুঝতে পারিস না। আশিক ব্যাখ্যা করে বলে।
ইমরান একটু থেমে বিজ্ঞের মতো বলে, কিন্তু যদি বোকা না বলে আমি বলি, স্টুপিড তাহলে!
অবশ্যই আরও বেশি রাগ করব।তুই আমাকে গালি দিবি আর আমি বসে বসে শুনব। আমি কি ভেসে এসেছি নাকি?
অভিধান অনুযায়ী, স্টুপিডের বাংলা বোকা। তাতে কোনো সমস্যা নেই। সমস্যা হল স্টুডিডে!
আশিক অভিধান-শব্দার্থ এসব বিষয়ে খুব পারঙ্গম নয়।কাজেই থমকে গিয়ে বলে, খালি জ্ঞানের কথা বন্ধ কর।
আরেকটু বাকি আছে।
ও।
এই ধর, ননসেন্স মানে কী?আভিধানিক অর্থ হল, অর্থহীন কথাবার্তা বা যে অর্থহীন কথা বলে। এখন তোকে যদি বলি, তু্ই অর্থহীন কথা বলিস তাহলে মৃদু হেসে মেনে নিবি। কিন্তু যদি বলি ননসেন্স তাহলেই………