“মামুন হুসাইনের গল্প সংগ্রহ : তিন দশকের দীর্ঘ-ছোট গল্প” বইটি সর্ম্পকে কিছু কথাঃ
এ এক দীর্ঘ এক্সোডাস! যার পরিণতিতে, মামুন হুসাইন তাঁর প্রজন্মকাল ছাপিয়ে বাংলাভাষার অন্যতম প্রধান শ্রমঘনিষ্ট কারিগর হিসাবে চিহ্নিত হয়েছেন ইতোমধ্যে। তাঁর লেখার জগত সে-অর্থে শুধু বিপন্ন মানুষের নির্মাণ-বিনির্মাণ নয়; প্রেক্ষিত হিসেবে সেখানে অবিরত সৃজন হয়েছে বৈশ্বিক মানুষের নানান পাঁক এবং দ্রোহের এক নির্মোহ অবয়ব। এই ধারাবাহিকতায় নিকট অতীতের বাংলাদেশকে সবচেয়ে গভীরভাবে খনন করার প্রথম উদ্যোগ খুঁজে পাই আমরা লেখকের এইসব তীব্র-তীক্ষ বিপ্রতীপ বাক্যের গলিঘোঁজে।