ফ্ল্যাপে লিখা কথা
কয়েকশ বছর আগে সুলিমান পর্বতের ওপার থেকে ঘুরে এসেছিলেন এক অভিযাত্রী। তাঁর চিরকুটে তিনি লিখেছিলেন নিজের দেখা অসীম ঐশ্বর্যের কথা। এই চিরকুটটোকেই সত্যি বলে ধরে নিয়ে তিন দুঃসাহসী অভিযাত্র্রী বের হলো গুপ্তধনের খোঁজে। গুপ্তধনের খোঁজ পেতে হলে তাদের পার হতে হবে তপ্ত মরুভূমি আর তুষার ঝরা প্রান্তর। শেষ পর্যন্ত কুকুয়ানার দেশে পৌঁছে তারা শক্তিশালী কুকুয়ানা যোদ্ধা, হিংস্র রাজা টোয়ালা আর ভয়াল ডাইনি গাগুলের মুখোমুখি হলো। তারা কি পারবে সলোমনের গুপ্তধরন উদ্ধার করতে।