‘অতিথি’, ‘ছুটি’, ‘বলাই’, ‘সমাপ্তি’ ও ‘খোকাবাবুর প্রত্যাবর্তন’, রবীন্দ্রনাথের এ পাঁচটি গল্প নিয়ে এ বই। এ পাঁচটি গল্পেই শিশুদের দেখা পাওয়া যাবে। একেকটি গল্পের শিশু একেক রকম। শিশুদের রবীন্দ্রনাথ কীভাবে বুঝতে চেষ্টা করেছেন, কী করে জীবনের পরিপ্রেক্ষিতে তাদের দেখেছেন, এই বইয়ে তার কিছুটা খোঁজ পাওয়া যাবে।
আহমাদ মোস্তফা কামাল
জন্ম ১৪ ডিসেম্বর ১৯৬৯-এ।
পড়াশোনা : ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পদার্থবিজ্ঞানে অনার্সসহ বি.এসসি. ও এম.এসসি.এবং বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় থেকে এম.ফিল. ও পিএইচ.ডি.। বর্তমানে ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ-এ কর্মরত। লেখালেখির শুরু ৯০ দশকের গোড়া থেকে। এ পর্যন্ত ছয়টি গল্পগ্রন্থ, দুটো উপন্যাস ও দুটো প্রবন্ধগ্রন্থ বেরিয়েছে।