ফ্ল্যাপে লিখা কথা
যে কজন আসামীর জীবন ও বিচারকাহিনী এখানে লেখা হয়েছে, তাঁরা সকলেই মানব সমাজের ইতিহাসে স্মরণীয় হয়ে আছেন। শিল্প-সাহিত্য দর্শন-বিজ্ঞানের ক্ষেত্রে যাঁরা নতুন চিন্তার প্রবর্তক তাদের অনেককেই সমকালের বিচারে লাঞ্ছিত হতে হয়। যাঁদের চিন্তা বা কীর্তির জন্য মানব সভ্যতা অনেকখানি এগিয়ে যায় জীবিতকালে তাদেরই কারুর ভাগ্যে জোটে তিরস্কার ,কারাবাস এমনকি মৃত্যুদণ্ড।
এই সব অসমসাহসী ও মহান মানুষের জীবন বারবার প্রমাণ করে দিয়ে যায় মানুষের আবিষ্কারের কোনো সীমা নেই। হৃদয় ও বর্হিজগতে মানুষ চিরকালের অভিযাত্রী । যে কোনো প্রকারে মানুষের চিন্তার স্বাধীনতায় বাধা দিয়ে সমগ্রভাবে মনুষ্য সমাজেরই ক্ষতি হতে পারে। অতীতের এই সব কাহিনী হয়তো আমাদের ভবিষ্যতের পথ চেনাতে সাহায্য করতে পারে।
-সুনীল গঙ্গোপাধ্যায়
সূচি
* সক্রেটিস
* যীশুখ্রীস্ট
* নির্বাসনে দান্তে
* জোন অব আর্কের বিচার
* ক্রিস্টোফার কলাম্বাস
* দুঃসাহসী ব্রুনো
* গ্যালিলিও
* ওয়াল্টার র্যালের বিচার ও মৃত্যু
* মৃত্যু থেকে ফিরে এসে অমর ডস্টয়েভস্কি
* বায়রন
* পল গগ্যাঁ
* অস্কার ওয়াইল্ডের অকালমৃত্যু