ফ্ল্যাপে লিখা কথা
ভিনগ্রহের আজব এক মানুষ । অদ্ভুত চাল চলন। বিচিত্র কথাবার্তা। খুব সহজে মানুষের মন জয় করে ফেলেন। অদ্ভুত আর মজাদার গল্প বলে ক্লাশ মাতিয়ে রাখেন।
বিজ্ঞান, মহাবিশ্ব, অ্যাডভেঞ্চার ইত্যাদি সব মজার গল্পমালায় শিক্ষার্থীরা মুগ্ধ না হয়ে পারে না ।
দিনের পর দিন শিক্ষার্থীরা আগ্রহী হয়ে উঠতে লাগল পড়ালেখায়। সব এক অদ্ভুত রহস্য!
ভূমিকা
ভয়ংকর দুষ্ট ডাবলু আর সজল। হাবা-গোবা হাবলু। ধীর-স্থির আশিক। ছুটির দিনগুলো আনন্দে আর অ্যাডভেঞ্চারে কাটায় ওরা। সন্ধান পায় এক জংগল বাড়ির। এক গোপন আস্তানার । ভিনগ্রহের এক আজব মানুষের খোঁজ পেল ওরা সেখানটায়।
সেখানে শুরু হল এক ভয়ংকর অ্যাভেঞ্চার। ভূত-প্রেতের ভয়, তার সাথে আছে ভয়াবহ ক্রিমিনাল। বিপদের উপর বিপদ। অ্যাভেঞ্চার আর গোয়েন্দা গিরি মিলেই এক ‘অদ্ভূত ভৌতিক রহস্য’।