“নূরে মোহাম্মদীই আল্লাহর গুপ্ত রহস্য” বইটির ফ্ল্যাপ এর লেখাঃ
অনাদি ও অনন্ত স্বত্তা আল্লাহ গুপ্ত ও অব্যক্ত ছিলেন। তখন তাঁহার কোন প্রশংসা ছিল না। তাহার প্রশংসার প্রকাশ তখন আরম্ভই হয় নাই। যখন তাহার আত্মপ্রকাশের সাধ ও ইচ্ছা জাগরিত হলাে। তিনি একক সৃষ্টি হিসেবে নূরে মােহাম্মদীকে পয়দা করলেন- নাম রাখলেন ‘মােহাম্মদ (দঃ)। তাহার জাতি নূরের জ্যোতি থেকেই নূরে মােহাম্মদীর আগমন এবং তিনি স্বয়ং নূরে মােহাম্মদীরূপে যখন আত্মপ্রকাশ করলেন, তখন উহাই হইল তাহার সকল প্রশংসার আধার । সমস্ত সৃষ্টিই নূরে মােহাম্মদী হইতে আগত হইয়াছে এবং হইতেছে। সুতরাং সমস্ত প্রশংসার মূলাধার হইলেন নূরে মােহাম্মদী। নুরে মােহাম্মদী কোন একটি ব্যক্তি নয়। উহা অসংখ্য জ্যোতির্ময় ব্যক্তিত্বের মূলাধার। সেই ব্যক্তিত্বের মৌলিক নাম হইল ‘মােহাম্মদ’ অর্থাৎ আল্লাহ কর্তৃক প্রশংসিত। আউয়ালে, আখেরে, জাহেরে ও বাতেনে তাহারই প্রশংসার সকল আয়ােজন। এই মােহাম্মদই আল্লাহর প্রকাশিত সকল প্রশংসার অধিকারী এবং তিনিই হলেন আল্লাহর সকল রহস্যের মূল গুপ্ত রহস্য।