সাম্প্রতিক চলচ্চিত্র-ভাবনায় ডিজিটাল চলচ্চিত্র প্রসঙ্গটি এক গুরুত্বপূর্ণ মাত্রা যুক্ত করেছে নিঃসন্দেহে। সেই পরিপ্রেক্ষিতে বর্তমান গ্রন্থ রচনার প্রয়াস। এই গ্রন্থে বাংলাদেশের ডিজিটাল চলচ্চিত্রের সম্ভাবনা, প্রবণতা ও সমস্যা নিয়ে আলোচনা করা হয়েছে। ডিজিটাল চলচ্চিত্রের ধারণাটি তাত্ত্বিকভাবে ব্যাখ্যার প্রয়াসও রয়েছে। বাংলাদেশের ডিজিটাল চলচ্চিত্র নিয়ে নির্মাতা ও চলচ্চিত্র সংসদ কর্মীরা কে কী ভাবছেন, তাও এই গ্রন্থে উঠে এসেছে। নির্বাচিত দুটি ডিজিটাল চলচ্চিত্রের সমালোচনা বাংলাদেশের বর্তমান ডিজিটাল চলচ্চিত্রের হাল সম্পর্কেও ধারণা দেবে।
ফাহমিদুল হক
(১৯৭১)। জন্ম রাজশাহীতে। চলচ্চিত্র ও গণমাধ্যম বিষয়ক লেখক, গবেষক এবং ছোটগল্পকার। চলচ্চিত্র সংক্রান্ত গবেষণা ও বিশ্লেষণ লেখকের কর্মপরিধির বিরাট অংশ জুড়ে রয়েছে। চলচ্চিত্র বিষয়ে উচ্চতর ডিগ্রি অর্জনের পাশাপাশি চলচ্চিত্র নিয়ে কয়েকটি গ্রন্থ প্রণয়ন করেছেন। এর মধ্যে রয়েছে Digital Film in Bangladesh: Call for a New Cinema (২০১১, জার্মানি থেকে প্রকাশিত), বাংলাদেশের চলচ্চিত্র শিল্প : সঙ্কটে জনসংস্কৃতি (২০০৮, যৌথ গবেষণা), চলচ্চিত্রের সময়, সময়ের চলচ্চিত্র (২০০৬, যৌথ সম্পাদনা)। পেশাগত জীবনে লেখক ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক। ঢাকা বিশ্ববিদ্যালয়ে টেলিভিশন ও চলচ্চিত্র অধ্যয়ন বিভাগ প্রতিষ্ঠায় বিশেষ অবদান রেখেছেন। যোগাযোগ ও সংস্কৃতি বিষয়ক পত্রিকা যোগাযোগ-এর সম্পাদক তিনি।