“বাংলাদেশ : একুশ শতকের রাজনীতি” বইটির বিষয়বস্তু:
পশ্চিমা চিন্তাবিদ হান্টিংটনের ‘সভ্যতার সংঘর্ষের’ বিশ্বে আজ পরাশক্তির গ্লোবাল ও রিজিওনাল রাজনীতি মনে হচ্ছে খুবই ক্ষিপ্রতার সাথে আগ্নেয়গিরির ভয়ঙ্কর অগ্নুৎপাত ঘটিয়ে আমাদের দেশ ও জাতিসত্তাকে ভস্মস্তুপে পরিণত করার আয়োজন করছে। পরাশক্তির ‘সন্ত্রাসবিরোধী অনন্ত যুদ্ধে’র ভয়াবহ এক ধ্বংসযজ্ঞের আলামত ক্রমশই যেন স্পষ্ট হয়ে উঠছে।
বাংলাদেশের সহজ-সরল নিরীহ জনগোষ্ঠী যারা নিজের মাটি-প্রকৃত-সম্পদ নিয়ে, নিজ ধর্ম ও সংস্কৃতি নিয়ে, অনিন্দ্যসুন্দর জীবনের স্বাদ-আস্বাদন নিয়ে বংশপরম্পরায় বেঁচে থাকার স্বপ্ন দেখে-তারা কীভাবে এ ধ্বংসযজ্ঞের মোকাবিলা করবে, তাদের একুশ শতকের রাজনীতি-সংস্কৃতি কী হবে, কীরকম হওয়া দরকার, তার ওপর একটা সংক্ষিপ্ত ধারণাচিত্র পাঠকদের সামনে তুলে ধরার উদ্দেশ্যেই বর্তমান গ্রন্থের আত্মপ্রকাশ..